নারায়ণগঞ্জ জেলা কারাগারের একজন কারারক্ষীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ৯ মার্চ দুপুরে এক গৃহবধু বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। অভিযুক্তের নাম কাজিমউদ্দিন (৪৮)। তিনি জামালপুর জেলার সদর থানার ঝাউলা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে।
নারায়ণগঞ্জ কারাগারের জেল সুপার মাহাবুবুল আলম জানান, তিনি মামলার বিষয় জানেন না।
মামলার বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, গৃহবধূর স্বামী ফতুল্লার একটি গার্মেন্টে চাকরি করেন। সকাল ৮টায় বাদীর স্বামী কর্মস্থলে যায় এবং রাত নয়টায় কর্মস্থল থেকে বাসায় ফিরে আসেন। গত বছরের ২৫ ডিসেম্বর প্রথম বার সকালে কাজিমউদ্দিন ওই গৃহবধূর বাসায় আসেন। গৃহবধূর স্বামী হলো কাজিমউদ্দিনের চাচাতো ভাই। এর পর থেকে নিয়মিত বাসায় যাতায়াত করতো। ৫ জানুয়ারি সকালে কাজিমউদ্দিন যখন বাসায় যান তখন গৃহবধূ নিজঘরে ঘুমিয়ে ছিলেন।
এ সময় কৌশলে কাজিম বাদীর অজান্তে বেশ কিছু ছবি তোলেন। এরপর থেকে তাকে বিভিন্নভাবে এবং মোবাইলেও কু-প্রস্তাব দিতেন। একপর্যায়ে বাদীর অজান্তে তুলে রাখা অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে গত ১২ জানুয়ারি দুপুরে বাদীর বাসায় এসে ভয়ভীতি প্রদর্শন করে ধর্ষণ করেন। এভাবে তিনি প্রায়ই বাদীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ করতেন। সর্বশেষ ২২ ফেব্রুয়ারি সকালে কাজিম বাদীর বাসায় গিয়ে জোরপূর্বক বাদীকে ধর্ষণ করেন এবং বিষয়টি কাউকে না জানানোর হুমকি প্রদান করে।
ওসি আরো জানান, আমরা বাদীর ডাক্তারী পরীক্ষার ব্যবস্থা করেছি। নারায়ণগঞ্জ কারাগার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।