কিশোরগঞ্জের তাড়াইলে ১৭মার্চ জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (৯মার্চ) সকাল ১০টায় উপজেলা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমীনের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা অনুষ্টিত হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবদুল হাই,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন সিরাজী, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকি,মুক্তিযোদ্ধা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফারুক আহম্মদ,বিআরডিবি চেয়ারম্যান ছাইদুর রহমান মুন্সি,জাওয়ার ইউপি'র চেয়ারম্যান ইমদাদুল হক রতন,তালজাঙ্গা ইউপি'র চেয়ারম্যান জাহেদ ভূঁইয়া।
উক্ত আলোচনাসভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমীন বলেন,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা স্বাধীনতা পেতাম না। তাই এই মহান নেতার জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবসের তাৎপর্য আগামী প্রজন্মের নিকট সঠিকভাবে তুলে ধরার জন্য তিনি সর্বস্থরের জনগণের নিকট আহবান জানান। দিবস দুটি যথাযোগ্য মর্যাদায় উদযাপণ করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গৃহিত বিভিন্ন অনুষ্ঠানের পদক্ষেপের কথা জানান এবং সকলকে সহযোগীতা করার আহবান জানান।
উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবদুল হাই আক্ষেপ করে বলেন,আমরা জাতির জনকের জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা করছি, অথচ একটি ব্যানার নাই তাছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের বেশিরভাগ অফিসারগন এই সভায় অনুপস্থিত।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমীনের দৃষ্টি আকর্ষণ করলে,তিনি সময় স্বল্পতার জন্য ব্যানার করতে পারেন নাই বলে জানান। তাছাড়া তিনি আরও বলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগন কেন উপস্থিত হননি তা খতিয়ে দেখবেন এবং সঠিক কারণ দেকাতে না পারলে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করবেন।
উক্ত প্রস্তুতিমূলক সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা,আনসার ও ভিডিপি অফিসার,সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, স্থানীয় ব্যাবসায়ী প্রতিনিধি ও গনমাধ্যম কর্মীগন।