শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ে নারী দিবসের আলোচনা সভা

    নিজস্ব প্রতিবেদক

    ৯ মার্চ, ২০২২ ০৯:১০ অপরাহ্ন

    জাতীয় বিশ্ববিদ্যালয়ে নারী দিবসের আলোচনা সভা
    জাতীয় বিশ্ববিদ্যালয়ে নারী দিবসের আলোচনা সভা

    ‘নারীর জয় সকলের জয়, বিশ্বের জয়। নারীর এই জয়যাত্রা যেন অব্যাহত থাকে। তার জয়ে যে বাধা সেটি দূর করে নারী আর পুরুষ একসঙ্গে এগিয়ে যাবে। সকল ক্ষেত্রে সমতা ও সাম্য নিশ্চিত হলে বিশ^ আরো সুন্দর ও সমৃদ্ধ হবে। পৃথিবী এগিয়ে যাওয়ার সঙ্গে নারীর অগ্রগতি নিশ্চিত করা অপরিহার্য।’

    মঙ্গলবার (৮মার্চ) রাতে অনলাইন প্লাটফর্ম জুম অ্যাপের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় অংশ নিয়ে বক্তারা এসব কথা বলেন। জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।


    প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা.  দীপু মনি বলেন, ‘সকল ক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়ছে। এটি দৃশ্যমানও হচ্ছে। কিন্তু এই দৃশ্যমান থাকাটা নারীর প্রতি সহিংসতা রোধ করা নিশ্চিত করতে পারছে না। এটি শুধু আমাদের দেশেই নয়, এমনকি উন্নত দেশে নারীর প্রতি সহিংসতা কোথাও কোথাও ভয়াবহ আকারে আছে। নারীর অবস্থান নিয়ে আমাদের সমাজে এক ধরনের দ্বৈততা দেখি। মাকে যেভাবে দেখা হয়, অন্য রূপে নারীকে সেভাবে দেখা হয় না। এটা পুরুষতান্ত্রিকতা। এটাতে নারীরাও আক্রান্ত। একেবারে শৈশব থেকে কন্যা শিশু যেভাবে বড় হয়, সেটা থেকে বের হয়ে আসাটা বড় চ্যালেঞ্জ। এজন্য মনোজগতে বড় পরিবর্তন আনতে হবে। এজন্য শিক্ষাটাকে গুরুত্ব দিতে হবে। অন্যের অধিকারের প্রতি শ্রদ্ধা, মূল্যবোধ যদি আমরা শেখাতে পারি তাহলে এই বৈষম্য দূর হবে। আমরা যদি এটি শিশুদের দিয়ে শুরু করি, তাহলে সম্ভব। আমরা যেমন রাষ্ট্র বা বিশ্ব চাইবো, আমাদের চিন্তাকে তেমন করে বদলে দিতে হবে। সকল পর্যায়ে আমরা যদি নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে পারি, তাহলেই বিশ^ আরো সুন্দর ও সমৃদ্ধ হবে।’


    সভাপতির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেন, ‘এই আধুনিক সময়েও নারী অনেক কিছুতে বঞ্চিত এবং সহিংসতার শিকার হয়। এটি আামাদের লজ্জিত করে। কারণ সেই সহিংসতার প্রতিপক্ষে পুরুষ। এটি বারংবার আমাদেরকে অপমানিত করে। সমাজের জন্য যদি কোনো কিছু কলংকের কারণ হয় থাকে, সেটি হচ্ছে নারীর প্রতি সহিংসতায় পুরুষ অংশ হয়ে দাঁড়ায়। সেটি যদি না ঘটতো সেই সুন্দরের চর্চাটাই শুদ্ধ হতো। আমার বিশ্বাসের জায়গা- যখনই সত্যের সাধনা, সুন্দরের সাধনা, সৃজনশীলতার কথা বলি তখন বারংবার আমি আমার মায়ের কাছে, বোনের কাছে, সহধর্মিনীর কাছে, নারী সহকর্মীর কাছে ফিরে যাই। সমাজের সভ্যতার শুরু থেকে আজকে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলিউশন বা প্রযুক্তিগত উদ্ভাবনের কথা বলি তার সকল কিছুতে নারীর স্পর্শ ছাড়া কোন সৃজনশীলতা হয়েছে বলে আমার মনে হয় না। সুতরাং পৃথিবী এগিয়ে যাওয়ার সাথে নারীর অগ্রগতি নিশ্চিত করা অপরিহার্য। জাতীয় বিশ্ববিদ্যালয় যদি সেই চর্চাটা করে, গোটা শিক্ষা পরিবার যদি সেটা করে আমি মনে করি সমাজ  এবং রাজনীতির গুণগত অনেক বড় রকমের পরিবর্তন নিশ্চিত হবে।’


    সাবেক সংসদ সদস্য ও যুবমহিলা লীগের সভাপতি নাজমা আক্তার বলেন, ‘নারীরা এগিয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে নারী এখন পুরুষের সমান। ক্ষেত্র বিশেষে পুরুষের চেয়ে এগিয়ে রয়েছে নারী। নারীদের প্রতি পুরুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি। তাহলেও সমাজে আর কোনো দিক থেকেই পিছিয়ে থাকবে না নারীরা।’


    উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মাহবুবা নাসরিন বলেন, ‘শুধু বাংলাদেশ নয়, বর্তমান বিশে^ সকল পর্যায়ে নারীরা এগিয়ে যাচ্ছে। দেশের অর্থনীতির প্রবৃদ্ধির ক্ষেত্রে নারীর অবদান উল্লেখযোগ্য। সুযোগ পেলে যে নারীরা সামনে এগিয়ে যেতে পারে তা প্রমাণ করেছেন আমাদের দেশের নারীরা। তারা শিক্ষা, সংস্কৃতি, শিল্প থেকে শুরু করে সকল পর্যায়ে সাফল্যের স্বাক্ষর রেখে চলেছেন।’


    বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য স্থপতি প্রফেসর ড. নিজামউদ্দিন আহমেদ, ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদার, বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের অধ্যক্ষবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে সরকারি সংগীত কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিল্পীদের পরিবেশনায় নারী জাগরণমূলক গান পরিবেশন করা হয়।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    এইচএসসির ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর

    এইচএসসির ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর

    ৯ মার্চ, ২০২২ ০৯:১০ অপরাহ্ন

    ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন উপাচার্য

    ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন উপাচার্য

    ৯ মার্চ, ২০২২ ০৯:১০ অপরাহ্ন