ভোলার চরফ্যাশন কারামাতিয়া কামিল (এমএ) মাদ্রাসার একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে নবীন বরণ ও ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ মার্চ) চরফ্যাশন কারামাতিয়া কামিল(এম,এ) মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মুহাম্মদ নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের আনুষ্ঠানিক বরণ ও ছবক দেন মাদ্রাসার সাবেক হেড মুহাদ্দিস মাওঃ মোঃ ইয়াছিন।
এসময় বক্তারা মাদ্রাসার গৌরবের উজ্জল ইতিহাস শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। তারা বলেন, এখানে যারা ভর্তি হয়েছে তারা নিঃসন্দেহে মেধাবী ও ভালো পরিবারের সন্তান। শুধু শিক্ষার্থী হলেই চলবে না, সকলকে দেশপ্রেমিক হতে হবে। সন্ত্রাসের মাধ্যমে আজকে আমাদের মেধাবী সন্তানদের নষ্ট করে দেওয়া হচ্ছে। কোন রকম খারাফ কাজের সঙ্গে নিজেকে না জড়ানোর আহবান জানান বক্তারা।

সকলকে দূর্নীতিমুক্ত, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সোনার বাংলাদেশ গড়ার আহবান জানিয়ে বক্তারা বলেন, জাতিকে দূর্নীতিমুক্ত করতে হলে নতুন প্রজম্মকে কাজে লাগাতে হবে। তোমরাই আগামী বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন পৌরসভার মেয়র মোঃ মোরশেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ জিয়াউর রহমান, পৌর ৪নং ওয়ার্ড কাউন্সিলর আকতারুল আলম সামু,স্বাধীনতা শিক্ষক পরিষদ(স্বাশিপ) ভোলা জেলা শাখার আহবায়ক শহীদুল ইসলাম শামীম,জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাশন উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ কামরুজ্জামান, ম্যানিজিং কমিটির সদস্য, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি জনাব মোঃ মোরশেদ তার বক্তব্যে বলেন, মাদ্রাসার গৌরবোজ্জ্বল ইতিহাস ঐতিহ্য ধরে রাখতে সবাইকে অধ্যক্ষ এর নেতৃত্বে ঐক্য বদ্ধ হয়ে শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা পালন করতে হবে।
বিশেষ অতিথি জিয়াউর রহমান তার বক্তব্যে বলেন, বর্তমান সময়ে মাদ্রাসা শিক্ষার বিকল্প নেই। দোয়া ও মোনাজাত এর মধ্যে দিয়ে ছবক অনুষ্ঠান সম্পন্ন হয়।