ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় গাড়ি চাপায় এক স্বাস্থ্য পরিদর্শকের মৃত্য হয়েছে। উপজেলার মানিকদাহ এলাকার পুখুরিয়া-আটরশি ফিডার সড়কে রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে বলে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর আরিফ জানান।
মৃত মো. শরীফ জাকির (৫০) ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময়ে জাকিরকে অজ্ঞাত একটি গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ পরে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। দুর্ঘটনায় জাকিরের পা ও শরীরের তিনটি হাড় ভেঙে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।