অস্ট্রিয়ায় ব্যতিক্রমধর্মী এক লকডাউন শুরু হয়েছে। করোনার সংক্রমণ রোধে দেশটিতে সম্পূর্ণরূপে টিকা দেয়নি এমন প্রায় ২০ লাখ লোককে লকডাউনে রাখা হয়েছে। ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। সোমবার (১৫ নভেম্বর) থেকে ১০ দিনের জন্য এই নির্দেশনা জারি করা হয়েছে।
লকডাউনের মধ্যে থাকা মানুষরা গুরুত্বপূর্ণ কোনো প্রয়োজন, যেমন কাজ বা খাবার কেনা ছাড়া বাড়ির বাইরে যেতে পারবেন না। যদিও বিধি-নিষেধের মানছে না দেশটির অনেকেই।
নতুন এই বিধিনিষেধের আওতায় ১২ বছরের কম বয়সী শিশু ও সম্প্রতি করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তিরা থাকছেন না।
অস্ট্রিয়ায় গত সাত দিন ধরে করোনা সংক্রমণের হার প্রতি লাখে ৮০০ জনের বেশি, যা ইউরোপের মধ্যে সর্বোচ্চ। দেশটির নাগরিকদের ৬৫ ভাগ করোনার পূর্ণাঙ্গ ডোজ টিকা পেয়েছেন, যা ইউরোপের দেশগুলোর মধ্যে সর্বনিম্ন।