রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সাবেক সচিব ভূঁইয়া মোহাম্মদ সফিকুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আদালতে মামলার তদন্ত কর্মকর্তা, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মো. আখতার মোর্শেদ আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আসামির জামিন চেয়ে আবেদন দেন তার আইনজীবীরা। এ ছাড়া জামিনের বিরোধিতা করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি মুহাম্মদ শামসুদ্দোহা সুমন।
মামলার সূত্রে জানা গেছে, গত ২৮ আগস্ট বেলা ১১টার দিকে কিছু লোক রিপোর্টার্স ইউনিটির অডিটরিয়ামে কয়েকজনকে ঘেরাও করে আওয়ামী ফ্যাসিস্ট বলে স্লোগান দেন এবং তখন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বক্তব্য দিচ্ছেন। জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ৫ আগস্ট ‘মঞ্চ ৭১’ নামের একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে এবং এর আয়োজনে সেখানে গোল টেবিল বৈঠক চলছিল। বৈঠকে আটক হওয়া ব্যক্তিরাসহ আরও ৭০/৮০ জন অংশ নেন। পরে পুলিশ তাদের হেফাজতে নেন। এ ঘটনায় শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমিরুল ইসলাম ২৯ আগস্ট বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।