নিজের জীবনদশায় জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার বিচার দেখে যেতে চেয়েছেন তার বাবা মকবুল হোসেন। এদিকে প্রসিকিউশন জানিয়েছে যৌক্তিক সময়ের মধ্যে শেষ হবে এ মামলার বিচারকাজ।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে সাক্ষ্যগ্রহণে এ কথা বলেন তিনি।
ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণে শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন বলেন, বেঁচে থাকতে ছেলে হত্যার বিচার দেখে যেতে চাই। হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন আবু সাঈদের বাবা।
জুলাই গণঅভ্যুত্থানের মোড় ঘুরিয়ে দিয়েছিলো রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের মৃত্যু। পুলিশের অস্ত্রের মুখে নির্ভয়ে দুহাত প্রসারিত শহীদ আবু সাঈদ হয়ে ওঠেন স্বৈরাচারবিরোধী কোটি মানুষের প্রেরণার উৎস।