শনিবার রাতের একতরফা ম্যাচে আর্মেনিয়াকে ৫-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দেয়ার পাশাপাশি ব্যক্তিগত এক অর্জনেও লিওনেল মেসিকে ছাড়িয়ে গেছেন পর্তুগাল অধিনায়ক।
এ ম্যাচের আগে বিশ্বকাপ বাছাইপর্বে মেসি ও রোনালদোর গোল ছিল সমান ৩৬টি করে। তবে আর্মেনিয়ার বিপক্ষে সিআর সেভেন প্রথম গোলেই এই সমতা ভেঙে দেন । পরে আরও একটি গোল করে নিজের বাছাইপর্বের গোলসংখ্যা ৩৮-এ নিয়ে যান। যেখানে মেসির ৩৬ গোল করতে লেগেছে ৭২ ম্যাচ, সেখানে রোনালদো করেছেন মাত্র ৪৮ ম্যাচে।
এখন রোনালদোর সামনে রয়েছে আরেকটি বড় মাইলফলক। বিশ্বকাপ বাছাই পর্বে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড এখন গুয়াতেমালার কিংবদন্তি কার্লোস রুইজের দখলে, যার গোলসংখ্যা ৩৯। রেকর্ড ছুঁতে রোনাল্ডোর প্রয়োজন মাত্র একটি গোল, আর ছাড়িয়ে যেতে দরকার দুইটি।
পুরো ম্যাচ জুড়েই আর্মেনিয়াকে কোনো সুযোগ না দিয়ে আধিপত্য ধরে রাখে পর্তুগাল। রোনাল্ডো ছিলেন অনবদ্য, তার নেতৃত্বে আত্মবিশ্বাসী ফুটবল উপহার দেয় পুরো দল।