চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের ব্যাপক সংঘর্ষের জেরে আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা আরও একদিন বাড়ানো হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ বলেন, 'শিক্ষার্থীদের কথা বিবেচনা করে সামনের কয়েকদিনের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে।'
গত শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় ভাড়া বাসায় ঢোকার সময় এক ছাত্রীকে দারোয়ান চড় মারার অভিযোগ উঠে। এ ঘটনাকে কেন্দ্র করে গভীর রাতে সংঘর্ষে জড়িয়ে পড়েন শিক্ষার্থীরা। পরদিন (৩১ আগস্ট) সকাল থেকে ফের সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, প্রক্টরসহ ৪০০ থেকে ৫০০ জন আহত হয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রোববার দুপুর থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়, যা পরবর্তীতে আরও একদিন বাড়ানো হয়েছে।