শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • অভাবের তাড়নায় হিন্দু মা-মেয়ের একসঙ্গে বিষপান

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১৩ অগাস্ট, ২০২৫ ১০:০৬ অপরাহ্ন

    অভাবের তাড়নায় হিন্দু মা-মেয়ের একসঙ্গে বিষপান
    ছবি: সংগৃহীত

    কুমিল্লায় অভাব, ঋণের ভার ও অসুস্থতার জেরে ১৮ বছরের মেয়েকে সঙ্গে নিয়ে বিষপান করেছেন নমিতা রানী পাল নামে এক নারী। বুধবার (১৩ আগস্ট) জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের জালালপুর গ্রামে নিজ বাড়িতেই মর্মান্তিক এ ঘটনা ঘটে।

    নিহতরা হলেন, নমিতা রাণী পাল (৪২) ও তার মেয়ে তন্বী রাণী পাল (১৮)। নমিতা মৃত জীবন চন্দ্র পালের স্ত্রী। বুড়িচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

    স্থানীয় বাসিন্দারা জানান, জীবন চন্দ্র পাল মারা যাওয়ার পর সংসারের হাল ধরেন নমিতা। উপার্জনক্ষম কোনো ছেলে না থাকায় তিন মেয়ের মধ্যে দুইজনের বিয়ে হয়ে যায়। বিয়ের উপযুক্ত মেয়ে তন্বীকে নিয়ে সংসার চালাতে একটি গার্মেন্টসে চাকরি শুরু করেন তিনি। তবে প্রায় দুই মাস ধরে অসুস্থ থাকায় কাজে যেতে পারছিলেন না, ফলে পরিবারের আয় বন্ধ হয়ে যায়।

    নিত্যপ্রয়োজনীয় খরচ মেটানো কষ্টসাধ্য হয়ে ওঠে এবং বিভিন্ন এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তি পরিশোধ করতে না পেরে তিনি চরম মানসিক চাপে ছিলেন।

    বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, বুধবার সকালে প্রতিবেশীরা তাদের ঘরের দরজা বন্ধ দেখতে পান। ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ভেঙে মা-মেয়েকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষপানে তাদের মৃত্যু হয়েছে।

    তিনি আরও বলেন, অভাবের কারণেই তারা আত্মহত্যা করে থাকতে পারেন বলে পুলিশের প্রাথমিক ধারণা। দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১৩ অগাস্ট, ২০২৫ ১০:০৬ অপরাহ্ন