জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে ভোলার বোরহানউদ্দিনে উপজেলা চত্বর থেকে উত্তর বাসস্ট্যান্ড পর্যন্ত ২ কিলোমিটার লম্বা বিজয় মিছিল করেছে উপজেলা বিএনপি। বিজয় মিছিলে বিভিন্ন ইউনিয়ন থেকে অর্ধলক্ষাধিক নেতাকর্মী অংশ নেন।
মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলা বিএনপির আহবায়ক মাফরুজা সুলতানার নেতৃত্বে একটি বর্ণাঢ্য বিজয় মিছিল উপজেলা দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে পৌর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উত্তর বাসস্ট্যান্ডে শেষ হয়।
সেখানে শহীদদের স্মৃতির স্মরণে এক বিশেষ আলোচনা সভা ও দোয়া করা হয়।
সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সরোয়ার আলম খাঁন, যুগ্ম আহ্বায়ক শহিদুল আলম নাসিম কাজী, যুগ্ম আহ্বায়ক কাজী ফিরোজ আলম, বশির আহমেদ, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আলী আকবর পিন্টু, সম্পাদক মনিরুজ্জামান কবির, যুগ্ম সম্পাদক সাইদুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক ফাইজুল ইসলাম, উপজেলা যুবদল আহবায়ক সিহাব হাং, সদস্য সচিব জসিম খান, পৌর যুবদল আহবায়ক হেলাল মুন্সি, সদস্য সচিব জাফর মৃধা, উপজেলা ছাত্রদল সভাপতি দানিশ চৌধুরী, সম্পাদক তানজিল হাওলাদার, পৌর ছাত্রদল সভাপতি শাকিল মাতাব্বর, সম্পাদক হাসিবুর রহমান ফাহিম প্রমুখ ।