যারা খাল দখল করে পরিবেশ দূষণ করে তাদের মনোনয়ন দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (২৬ জুলাই) রাজধানীতে পানি, কৃষি ও খাদ্যনিরাপত্তায় রাজনৈতিক দলগুলোর ইশতেহার বিষয়ক এক সংলাপে তিনি এসব কথা বলেন।
খসরু বলেন, আগে সরকারের কারণে নির্বাচন হয়নি, তাই কেউ জবাবদিহির আওতায় আসেনি। এ সময় শেখ হাসিনা বাংলাদেশে জিডিপি ধ্বংস করে দিয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি। বিএনপির এই নেতা বলেন, যারা খাল দখল করে পরিবেশ দূষণ করে, তাদের মনোনয়ন দেওয়া হবে না।
তিনি বলেন, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে সংস্কার অর্থহীন।