বাংলাদেশের নিশ্চিত জয়ের মঞ্চ প্রস্তুত ছিল। তবুও এমন এক ম্যাচ প্রায় ঘুরিয়েই দিয়েছিলেন ফাহিম আশরাফ। তার চার-ছক্কায় পাকিস্তান জয়ের একদম দ্বারপ্রান্তে এসেছিলে। তবে শেষ রক্ষা হয়নি। রিশাদ হোসেনের বলে বোল্ড হয়ে ফিরলেন সাজঘরে। সেই সঙ্গে বাংলাদেশর জয়ও নিশ্চিত হয়ে যায়।
মিরপুরে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে রুদ্ধশ্বাস এক লড়াইয়ে পর পাকিস্তানকে ৮ রানে হারিয়েছে বাংলাদেশ। প্রথমবার পাকিস্তানের বিপক্ষে একের অধিক ম্যাচ খেলা টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাসও গড়েছে টাইগাররা।
এ নিয়ে টানা চারটি টি-টোয়েন্টি জিতেছে বাংলাদেশ। এই রেকর্ডও এবারই প্রথম। শ্রীলঙ্কায় সবশেষ দুই ম্যাচ জিতে ইতিহাস গড়ে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ নিজের করে নিয়েছিল টাইগাররা। এবার পাকিস্তানের বিপক্ষে টানা দুই।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার খেলে ১৩৩ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। জবাবে ১৯.২ ওভারে ১২৫ রানে রানে গুটিয়ে গেছে পাকিস্তান।
বাংলাদেশের শরিফুল ১৭ রানে ৩টি এবং শেখ মেহেদী ও তানজিম হাসান সাকিব নেন দুটি করে উইকেট। পাকিস্তানের সালমান মির্জা, আহমেদ দানিয়েল আর আব্বাস আফ্রিদি নেন দুটি করে উইকেট।