শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর

    ডিজিসহ তিন কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব পালন করতে পারবেন না

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৩ জুলাই, ২০২৫ ০২:৫০ অপরাহ্ন

    ডিজিসহ তিন কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব পালন করতে পারবেন না
    ফাইল ছবি

    নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) পদে যুগ্ম সচিব আনোয়ার হোসেন আকন্দসহ তিন কর্মকর্তাকে দেওয়া অতিরিক্ত দায়িত্বের সরকারি আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে এখন থেকে তারা ওই দায়িত্ব পালন করতে পারবেন না।

    একই সঙ্গে অতিরিক্ত দায়িত্ব দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে আদালত রুলও জারি করেছেন। আগামী চার সপ্তাহের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, সংস্থাপন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। বুধবার (২ জুলাই) আদেশের অনুলিপি প্রকাশিত হয়।

    আদেশে ডিজি পদে আনোয়ার হোসেন আকন্দ ছাড়াও পরিচালক (শিক্ষা ও শৃঙ্খলা) মোসাম্মৎ মঞ্জু আখতার ও পরিচালক (অর্থ ও বাজেট) জরিনা খাতুনের অতিরিক্ত দায়িত্ব স্থগিত করা হয়। আদালতে রিটকারী খান মো. গোলাম মোরশেদের পক্ষে সিনিয়র আইনজীবী ব্যারিস্টার শাখাওয়াত হোসেন খান শুনানিতে অংশ নেন। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট গোলাম মোর্শেদ।

    অন্যদিকে রাষ্ট্রপক্ষের শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. শফিকুর রহমান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান। সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবায়েত, সহকারী অ্যাটর্নি জেনারেল মহিউদ্দিন মুহাম্মদ হানিফ, সহকারী অ্যাটর্নি জেনারেল একরামুল কবীর ও সহকারী অ্যাটর্নি জেনারেল মৌসুমী আক্তার।

    রিটের আদেশ প্রকাশের বিষয়টি বৃহস্পতিবার (৩ জুলাই) জাগো নিউজকে নিশ্চিত করেন অ্যাডভোকেট গোলাম মোর্শেদ। তিনি বলেন, অতিরিক্ত দায়িত্ব পালনের সরকারি আদেশ হাইকোর্ট তিন মাসের জন্য স্থগিত করেছেন। এর আগে ২৮ মে দায়ের করা রিটে রিটকারী সিনিয়র স্টাফ নার্স গোলাম মোরশেদ অভিযোগ করেন, তাকে একই অভিযোগে পরপর দুইবার বরখাস্ত করা হয়েছে এবং বরখাস্তের পর আবারও বিভাগীয় মামলা দেওয়া হয়েছে।

    আদালতের পর্যবেক্ষণে বলা হয়, নবম গ্রেডের কর্মকর্তা হয়েও মোসাম্মৎ মঞ্জু আখতার ও জরিনা খাতুন যথাক্রমে পরিচালক (শিক্ষা ও শৃঙ্খলা) ও পরিচালক (অর্থ ও বাজেট) হিসেবে চতুর্থ গ্রেডের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন, যা সরকারি নীতিমালা অনুযায়ী গ্রহণযোগ্য নয়। একইভাবে, ডিজি পদটি দ্বিতীয় গ্রেডভুক্ত (অতিরিক্ত সচিব পদমর্যাদার) হলেও, ২০২৪ সালের ১৫ অক্টোবর তৃতীয় গ্রেডভুক্ত যুগ্ম সচিব আনোয়ার হোসেন আকন্দকে সেখানে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।

     

     




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর

    তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

    তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

    ৩ জুলাই, ২০২৫ ০২:৫০ অপরাহ্ন

    অবশেষে সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়

    অবশেষে সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়

    ৩ জুলাই, ২০২৫ ০২:৫০ অপরাহ্ন