চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মো. জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। বরখাস্তের পর তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) সংযুক্ত করা হয়েছে। গতকাল পহেলা জুলাই মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, যেহেতু, জনাব মোঃ জাকির হোসেন (পরিচিতি নম্বর ৩০০১১১) কমিশনার (চলতি দায়িত্ব) (গ্রেড-৪) জাতীয় রাজস্ব বোর্ডে ১৮ জুন ২০২৫ তারিখে ০৯.০১.০০০০.০০১.১৯০০৩৮.২৪ নম্বর পত্রে রাজস্ব আদায় বৃদ্ধির হার্থে ২১ জুন ২০২৫ ও ২৮ জুন ২০২৫ তারিখ শনিবার জাতীয় রাজস্ব বোর্ড এবং এর অধীনস্থ কাস্টমস ও ভ্যাট এবং আয়করসহ রাজস্ব আদায়ের সাথে সম্পৃক্ত অন্যান্য সকল দপ্তর খোলা রাখার নির্দেশনা অমান্য করে গত ২৮-২৯ জুন ২০২৫ তারিখ যথাক্রমে রোজ শনিবার ও রবিবার কাস্টম হাউস, চট্টগ্রাম বন্ধ রেখে আমদানি রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্থ করে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি করায় তাঁর বিরুদ্ধে তদন্তপূর্বক বিভাগীয় কার্যধারা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেহেতু, সরকারি চাকরি আইন ২০১৮ এর ধারা-৩৯/১) অনুযায়ী জনাব মোঃ জাকির হোসেন (পরিচিতি নম্বর ৩০০১১১) কমিশনার (চলতি দায়িত্ব) (গ্রেড ৪), কাস্টম হাউস, চট্টগ্রাম কে জাতীয় রাজস্ব বোর্ডের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকারী নিয়োগপূর্বক চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
এনবিআর সূত্রে জানা গেছে, কমিশনার জাকির হোসেন গত ২৮ জুন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে আয়োজিত ‘কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর’ কর্মসূচিতে অংশ নেন। এ কর্মসূচিতে অংশ নিতে তিনি চট্টগ্রাম কাস্টম হাউসের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ঢাকায় আসেন এবং এনবিআরের সামনে অবস্থান নেন। এ ঘটনায় রাজস্ব আদায়, আমদানি-রপ্তানি কার্যক্রম এবং সার্বিক সেবা ব্যাহত হয়। গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে পৌঁছানোর পরই বরখাস্তের সিদ্ধান্ত আসে।