শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • বাংলাদেশ স্কাউটস ঢাকা মেট্রোপলিটনের স্কাউটিং সম্প্রসারণ বিষয়ক কর্মশালা

    নিজস্ব প্রতিবেদক

    ২৩ নভেম্বর, ২০২৪ ০৭:৩৮ অপরাহ্ন

    বাংলাদেশ স্কাউটস ঢাকা মেট্রোপলিটনের স্কাউটিং সম্প্রসারণ বিষয়ক কর্মশালা

    বাংলাদেশ স্কাউটস, ঢাকা মেট্রোপলিটন এর উদ্যোগে মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রতিষ্ঠান প্রধানগণের অংশগ্রহণে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ আবদুল মোমেন, আহবায়ক, এডহক কমিটি, বাংলাদেশ স্কাউটস ও সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. খ ম কবিরুল ইসলাম, সদস্য ,এডহক কমিটি, বাংলাদেশ স্কাউটস অতিরিক্ত সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ও আবু সালেহ মোঃ মহিউদ্দিন খাঁ, সদস্য এডহক কমিটি, বাংলাদেশ স্কাউটস, মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ঢাকা। 

     

    উপস্থিত ছিলেন মোঃ মমিন উদ্দিন, কমিশনার, বাংলাদেশ স্কাউটস, ঢাকা মেট্রোপলিটন ও পরিচালক (উপসচিব) বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ ও ড. সাধন কুমার বিশ্বাস, এলটি, কোষাধ্যক্ষ, বাংলাদেশ স্কাউটস, ঢাকা মেট্রোপলিটন এবং প্রিন্সিপাল মো. মাহবুবুর রহমান মোল্লা, সম্পাদক, বাংলাদেশ স্কাউটস, ঢাকা মেট্রোপলিটন। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, জাতীয় সদর দফতরের নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) সহ প্রফেশনাল স্কাউট এক্সিকিউটিভ, বাংলাদেশ স্কাউটস, ঢাকা অঞ্চলের কমিশনার, আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ স্কাউটস, জেলা শিক্ষা অফিসার ঢাকা। এছাড়াও বিভিন্ন পর্যায়ের স্কাউট নেতৃবৃন্দ, শিক্ষা পরিবারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও ঢাকা মেট্রোপলিটন স্কাউটস এর আওতাভূক্ত সকল মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রতিষ্ঠান প্রধানগণ ও স্কাউট বন্ধুরা। কর্মশালায় সভাপতিত্ব করেন তানভীর আহমেদ, সভাপতি, বাংলাদেশ স্কাউটস, ঢাকা মেট্রোপলিটন ও জেলা প্রশাসক, ঢাকা।

     

    কর্মশালায় ঢাকা মেট্রোপলিটন এলাকায় স্কাউটিং সম্প্রসারণের জন্য প্রধান আতিথি মহোদয় অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এর স্কাউট থাকাকালীন সময়ের অভিজ্ঞতা ও তাঁর লেখা বই এর কথা উল্লেখ করে সকলকে স্কাউটিং সম্প্রসারণের জন্য উদ্ধুদ্ধ করেন। সারা দেশে সামগ্রিকভাবে ছাত্র ও যুব সমাজের মধ্যে জুলাই আগস্ট বিপ্লবের কথা বিশেষভাবে উল্লেখ করে লিখিত আকারে প্রচার করার অনুরোধ জানান।বাংলাদেশ স্কাউটস, ঢাকা মেট্রোপলিটন এর কমিশনারের উপস্থাপিত প্রেজেন্টেশনের মাধ্যমে ঢাকা মেট্রোপলিটন স্কাউটস এর সার্বিক বিষয় উপস্থাপন করা হয়। সভাপতি সকল অতিথিবৃন্দের মূল্যবান বক্তব্যেও আলোকে বাংলাদেশ স্কাউটস, ঢাকা মেট্রোপলিটন এর কার্যক্রম বাস্তবায়নের জন্য সকলকে আহবান জানান। এছাড়া উক্ত কর্মপরিকল্পনা বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করা হয়। পরিশেষে কর্মশালায় কর্মপরিকল্পনা বাস্তবায়নে চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তোরণে করণীয় নিয়ে আলোচনা করা হয়।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর

    তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

    তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

    ২৩ নভেম্বর, ২০২৪ ০৭:৩৮ অপরাহ্ন

    অবশেষে সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়

    অবশেষে সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়

    ২৩ নভেম্বর, ২০২৪ ০৭:৩৮ অপরাহ্ন