জুলাই বিপ্লবের বীর শহীদ ওয়াসিম আকরাম স্মরনে ঢাকা কলেজ কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮নভেম্বর) ঢাকা কলেজ কেন্দ্রীয় খেলার মাঠে এই ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনালে ব্যবস্থাপনা বিভাগ বনাম সমাজবিজ্ঞান বিভাগ অংশগ্রহন করে।
সেমিফাইনালে বাংলা ডিপার্টমেন্ট কে হারিয়ে ব্যবস্থাপনা বিভাগ এবং হিসাববিজ্ঞান কে হারিয়ে সমাজবিজ্ঞান ফাইনালে উঠে। ফাইনাল খেলা উদ্বোধন করেন ঢাকা কলেজের অধ্যক্ষ এ. কে. এম. ইলিয়াস স্যার।
এই সময় আরো উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক জাহানারা বেগম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক জনাব আনোয়ার মাহমুদ, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিব আরো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মোঃ জিয়াউর রহমান খন্দকারের সার্বিক ব্যবস্থাপনায় শহীদ ওয়াসিম স্মরনে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
শ্বাসরুদ্ধকর ম্যাচে সমাজবিজ্ঞান বিভাগ প্রথমে ব্যাট করতে নেমে ৮৫ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে পাঁচ উইকেটে জয়লাভ করে ব্যবস্থাপনা বিভাগ। খেলার ৩৮ রানে ১ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয় প্রত্যয়। টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান ও বোলার হওয়ার খেতাব অর্জন করে যথাক্রমে ওমর ও বাধন।
শহিদ ওয়াসিম স্মৃতি টুর্নামেন্টের পৃষ্ঠপোষক মো. জিয়াউর রহমান খন্দকার বলেন, ছাত্র আন্দোলনে শহিদ ওয়াসিমের আত্মত্যাগ সকলের সামনে তুলে ধরার জন্য আমাদের এই আয়োজন। এর মাধ্যমে সাধারণ ছাত্রদের সাথে আমাদের দীর্ঘদিনের দূরত্ব বলে আশা করি। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা আমরা যেন ছাত্রদের সাথে থাকি। আমরা আশ্বস্ত করছি যেকোনো প্রয়োজনে আমরা ছাত্রদের সাথে থাকবো।
টুর্নামেন্টের বিশেষ অতিথি কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করায় ধন্যবাদ জানাচ্ছি। আমাদের কথা বলার স্বাধীনতা ফিরে পাওয়ার, গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্য যারা শাহাদাত বরণ করেছে তাদের স্মৃতিকে ধরে রেখে আদর্শ হিসেবে ধারণ করার যে উদ্যোগ তার একটি প্রয়াস দেখলাম শহিদ ওয়াসিম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে।
ঢাকা কলেজে ভর্তি হওয়া ২০২৩-২০২৪ সেশনের নবীন ছাত্রদের নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়ছিল। সমাজবিজ্ঞান ডিপার্টমেন্ট বনাম রসায়ন মধ্যকার ম্যাচ দিয়ে টুর্নামেন্টের খেলা শুরু হয়।
মোট ১৬ টি ডিপার্টমেন্ট এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। দুই গ্রুপে ভাগ হয়ে শহীদ ওয়াসিম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট এর খেলা গুলো অনুষ্ঠিত হয়।
খেলা গুলো দক্ষ ভাবে পরিচালনা করেছেন মোঃ পারভেজ খন্দকার, মোঃ শরিফুল ইসলাম, আবু নাঈম, রুবায়েত হাসান, রিয়াদ প্রদান,জামাল আহমেদ, আবু সাঈদ, জাহিদ হাসান, কাউসার, শাফায়েত, রিফাত, মুশফিক প্রমুখ।