বাংলাদেশ ব্যাংক ও কর্মসংস্থান ব্যাংকের যৌথ আয়োজনে SPCSSECP কর্মসূচির আওতায় সিলেট অঞ্চলের উদ্যোক্তাগণের অংশগ্রহণে মত বিনিময় সভা ১৬ নভেম্বর ২০২৪ হোটেল নূরজাহান গ্র্যান্ড, সিলেট-এ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের SPCSSECP এর প্রকল্প পরিচালক ও নির্বাহী পরিচালক মো: মজিবুর রহমান। কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের SPCSSECP এর পরিচালক কাজী তামান্না হক ও অতিরিক্ত পরিচালক রোজিনা আক্তার মুস্তাফী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে কর্মসংস্থান ব্যাংকের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের প্রধান জনাব মুহাম্মদ মাসুদুর রহমান-এর সভাপতিত্বে অংশগ্রহণকারীদের নিয়ে লার্নিং সেশন পরিচালনা করা হয়। এসময়ে কর্মসংস্থান ব্যাংকের প্রধান কার্যালয়ের ঋণ ও অগ্রিম বিভাগের উপমহাব্যবস্থাপক জনাব মোঃ মশিউর রহমান উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি SPCSSECP এর আওতায় প্রদত্ত ঋণের বিষয়ে উদ্যোক্তাদের নিকট হতে বিস্তারিত জানেন এবং তাঁদের বিভিন্ন জিজ্ঞাসার জবাব দেন। ব্যবস্থাপনা পরিচালক সভায় অংশগ্রহণকারী উদ্যোক্তাগণের সাথে উন্মুক্ত আলোচনা করেন এবং কর্মসূচির বিভিন্ন সুবিধা/অসুবিধা বিষয়ে অবগত হন ও যথাযথ পরামর্শ প্রদান করেন। এসময়ে তিনি ব্যাংকের সার্বিক কর্মপরিবেশ উন্নয়নসহ উন্নত গ্রাহক সেবা প্রদানের ওপর আলোকপাত করেন।