চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ সীমান্ত এলাকা থেকে ৪৩৭ কেজি ভারতীয় রৌপ্য সাদৃশ্য ও ৩৩০ কেজি সিটি গোল্ডের অলংকারাদি, একটি ট্রাক সহ একজনকে আটক বিজিবি। মহানন্দা ব্যাটেলিয়নের ৫৯ বিজিবির সোনামসজিদ বিওপির অধীনস্ত এলাকা দিয়ে বাংলাদেশী ট্রাকের মধ্যে করে ভারত হতে বাংলাদেশের মধ্যে বিপুল পরিমান সোনর চালান আসছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে মাহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি বিজিবির এক চৌকস দল সোনামসজিদ বিওপির অধীনস্ত পিলার ১৮৪/৪-এস হতে আনুমানিক ৯০০ গজ বাংলাদেশের ১২ নভেম্বর রাত দুই টার দিকে অভিযান চালিয়ে সন্দেহজনক একটি ট্রাক তল্লাশী করে ৫৬ বস্তা চায়না ক্লে পাউডারের মধ্যে লক্বায়িত অবস্থায় ৪৩৭ কেজি ভারতীয় রৌপ্য সাদৃশ্য অলংকারাদি এবং ৩৩০ কেজি সিটি গোল্ডের অলংকারাদি উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে ট্রাকের চালক চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বালিয়া দিঘী গ্রামের আব্দুল খালেকের ছেলে আব্দুস শুকুর ( ৪০) কে ট্রাকসহ আটক করে।
১২ নভেম্বর মঙ্গলবার দুপুরে প্রেস কনফারেন্সের মাধ্যমে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম বিষয়টির সত্যতা নিশ্চিত কারে জানান। তিনি আরো জানান, উদ্ধার কৃত রৌপ্য সাদৃশ সিটি গোল্ডের অলংকাাদির আনুমানিক মূল্য প্রায় আট কোটি টাকা। আটককৃত শুকৃর কে থানা পুলিশের সহায়তায় মামলার গ্রেফতার দেখিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।