গত ৬ নভেম্বর শিবগঞ্জে এক মাদ্রাসার শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিতের অভিযোগ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ায় ভুক্তভোগী শিক্ষককেই প্রকাশের পরের দিনই কারণ দর্শনের নোটিশ করেছেন অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম। নোটিশে বলা হয়েছে, ইংরেজি প্রভাষক মোঃ আলমগীর হোসাইন আপনি মিথ্যা-চাঁদাবাজ, বানোয়াট তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসক বরাবর আবেদনের পেক্ষিতে বিভিন্ন মিডিয়ার সংবাদ প্রকাশ করে মাদ্রাসার প্রভাষক ইতিসাহের প্রভাষক সফিকুল ইসলাম, বাংলার প্রভাষক নিলাম হোসেন ও অফিস সহকারি জিয়াউর রহমানকে হেয় প্রতিপণ্ন করার চেষ্টা করা হয়েছে।
প্রতিষ্ঠান প্রধানের অনুমতি ছাড়াই জেলা প্রশাসক বরাবর আবেদন ও মিডিয়ায় সংবাদ প ্রকাশ করায় কেন আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না মর্মে আগামী ৭দিনের মধ্যে লিখিত জবাব চাওয়া হয়েছে।অভিযোগের প্রেক্ষিতে প্রভাষক (ইংরেজি) মোঃ আলমগীর হোসাইন ৭ দিনের মধ্যে জবাব দিনে কারণ দর্শনের নোটিশ করার কথা স্বীকার করেন।