বাংলাদেশ উন্মমুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে ২০২১ সালের এসএসসি পরীক্ষার ১ম ও ২য় বর্ষের বিষয়ভিত্তিক ফলাফলসহ চূড়ান্ত ফল সোমবার প্রকাশিত হয়েছে। পাশের হার শতকরা ৭৯ দশমিক ১৫। বাউবির এসএসসি-২০২১ ব্যাচে নিবন্ধিত শিক্ষার্থী সংখ্যা ৮৪,২০৪ জন। এ পরীক্ষায় ১ম ও ২য় বর্ষে ৬৬,৫৪৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। চুড়ান্ত পরীক্ষায় ৩২,৮৮১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ২৬,০২৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়।
শিক্ষার্থীদের মধ্যে ১৪ জন ‘এ+’, ৮৯৪ জন ‘এ’, ৪,০১৫ জন ‘এ-’, ৮,০৬০ জন ‘বি’, ১২,৪৯৯ জন ‘সি’ এবং ৫৪৪ জন ‘ডি’ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১৫,৫৯৩ জন ছাত্র এবং ১০৪৩৩ জন ছাত্রী।