২০২৪-২৫ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৬৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ হলরুমে এই পেঁয়াজ বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্ত আফতাবুজ্জামান আল-ইমরান।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদাৎ হোসেন, কৃষি স¤প্রসারণ কর্মকর্তা সুনাইন বিন জামান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার ও উপসহকারী কৃষি কর্মকর্তা গোলাম আজম কনকসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন। প্রত্যক কৃষককে ১ কেজি পেঁয়াজ বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার ও পলিনেটসহ বালাইনাশক দেয়া হয়।
শিবগঞ্জে সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময়
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে উপজেলার প্রত্যান্তাঞ্চলে বিভিন্ন সমস্য ও তার সমাধানের উপায় বের করতে মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফতাবুজ্জামান আল-ইমরান। বুধবার সকাল ১১টায় উপজেলা উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় শিবগঞ্জ উপজেলার তিনটি প্রেস ক্লাবের সদস্যবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া কর্মী উপস্থিত হয়ে মাদক, বাল্যবিয়ে, যানজট, ড্রেনেজ ব্যবস্থা, স্বাস্থ্যকেন্দ্রে দালালদের দৌরাত্ম,ছিনতাই, ডাকাতি ও শিক্ষালয়ের খেলাধূলার সামগ্রীর অভাবসহ বিভিন্ন সমস্যবলী তুলে ধরেন ।
এ সময় তিনি বলেন, ইতিমধ্যে কিছু কিছু কাজ আমরা শুরু করেছি। আর কিছু কিছু কাজ শুরু করতে কিছুটা সময় লাগবে। তিনি আরো বলেন যে কোনো সমস্যা অন দ্যা স্পট সমাধানে আমি বিশ্বাসী। উপজেলায় আমি কয়েক মাস আগে যোগদান করেছি। উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। তাই উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন স্বরুপ। উপজেলার উন্নয়ন কর্মকাÐে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। উপজেলায় ভালো কিছু করতে চাই। এ জন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন