অবশেষে ৩৫ দিন পর শিবগঞ্জ থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন গোলাম কিবরিয়া। সোমবার দুপুরে তিনি এ থানায় যোগদান করেন। এর আগে দশদিন গোমস্তাপুর থানায় ওসি হিসেবে দায়িত্বে ছিলেন।এছাড়া জয়পুরহাট ও সিরাজগঞ্জে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) দায়িত্ব পালন করেন।
জানা গেছে, গত ২৫ আগস্ট শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেনকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করলে তিনি ওই দিনই থানার ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথের কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়ে চলে যান। পরে গত ১৫ সেপ্টেম্বর সুকোমল চন্দ্র দেবনাথও অনত্র বদলি হন। এরপর গোমস্তাপুর থানার ওসি (তদন্ত) আরমান হোসেনকে শিবগঞ্জ থানায় বদলি করা হয়। তিনি ওসির অবর্তমানে দায়িত্ব পালন করছিলেন। অবশেষে এক মাস পাঁচ দিন পর নতুন ওসির পদায়ন করা হয়নি।