চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুলর্ভপুর ইউনিয়নের বন্যা কবলিত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৭ সেপ্টেম্বর শুক্রবার বিকালে -মনোহরপুর এলাকায় বন্যা দুর্গতদের মাঝে এ সব ত্রাণ সামগ্রী বিতরণ করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলার দুলর্ভপুর ইউনিয়নের মনোহরপুর এলাকার বন্যা দুর্গতদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান গোলাম আজম সহ অন্যরা।
শিবগঞ্জ উপজেলায় বন্যা দুর্গতদের মাঝে মোট ৪০ মেট্রিক টন চাল মোট ৪ হাজার পরিবারকে বিতরণ করা হবে । আজ থেকে বিতারণ শুরু হয়েছে পর্যায়ক্রমে চাহিদা প্রস্তত করে ত্রাণ সামগ্রী বিতরণী কার্যক্রম অব্যহত থাকবে বলে জানিয়েছেন সদর ও শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম।