দেশের চলমান বন্যা পরিস্থিতিতে দুর্গতদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি। দলটির কয়েক হাজার নেতাকর্মী কুমিল্লা, ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি, চট্টগ্রাম ও লক্ষীপুরসহ বন্যা কবলিত এলাকায় ত্রাণ সহায়তার পাশাপাশি উদ্ধার কার্যক্রমের অংশ নিয়েছে। মঙ্গলবার লক্ষীপুরের বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। সকালে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পানিবন্দি মানুষদের উদ্ধার কাজে অংশ নেন। পরবর্তীতে বন্যার্তদের মাঝে চাল, ডাল, তেল, লবনসহ শুকনো খাবার ও বিশুদ্ধ খাবার পানি এবং খাবার স্যালাইন-ওসুধপত্র বিতরণ করেন তিনি। এছাড়া নারী ও বয়স্বদের মাঝে শাড়ি, লুঙ্গি, শিশুদের জন্য গরম কাপড় বিরতণ করে পার্থ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা চিহ্নিত করে নৌকা ও স্পিডবোট যোগাযোগ উদ্ধার কার্যক্রম চালাতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেন বিজেপি চেয়ারম্যান। লক্ষীপুরে ত্রাণ বিতরণকালে বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, মঙ্গলবার লক্ষীপুরে আসলাম। এখানকার অবস্থা অত্যন্ত ভয়াবহ। পানিতে ডুবে গেছে অনেক এলাকা। তবে হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গা থেকে বন্যার্তদের সাহায্য করার জন্য আসছে। সরকারসহ সারা বাংলাদেশের মানুষকে এগিয়ে আসতে হবে। পানি কমে যাওয়ার পারেও বিভিন্ন ধরণে অসুধ-বিসুখ দেখা দিতে পারে।
জানা যায়, গত কয়েক দিনে বিজেপির উদ্যোগে অর্ধলক্ষাধিক মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এধারা অব্যাহত থাকবে বলেও দলটির পক্ষ থেকে জানানো হয়। ত্রাণ বিতরণকালে কয়েক হাজার মানুষের মধ্যে আর্থিক সহায়তাও দেওয়া হয়েছে।
এসময় নেতারা বলেন, বিজেপি চেয়ারম্যান আন্দালিব পার্থ নেতাকর্মীদেরকে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ী শীর্ষ নেতারা পৃথকভাবে বন্যাকবলিত এলাকায় খাদ্যদ্রব্যসহ ত্রাণসামগ্রী বিতরণ করছেন। দল ও নিজস্ব উদ্যোগে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছি। মানুষের কষ্ট লাগব হওয়ার মতো নয়। তারপরেও আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। এখনো অনেক মানুষ আছেন, যারা পানিবন্দি, গত কয়েক দিন খাবার পাচ্ছেন না। আমরা জীবনের ঝুঁকি নিয়ে তাদের কাছেও খাবার, বিশুদ্ধ পানি ও স্যালাইন পৌঁচ্ছে দিয়েছি। বন্যার পানি কমে যাওয়ার পরও মানুষের পুনর্বাসন না হওয়া পর্যন্ত বিজেপি মানুষের পাশে থাকবে।