শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • তিন ধাপের ইউপি নির্বাচন

    বিনা ভোটে চেয়ারম্যান হলেন ২৫২ জন

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১৩ নভেম্বর, ২০২১ ০৫:০০ অপরাহ্ন

    বিনা ভোটে চেয়ারম্যান হলেন ২৫২ জন

    ইউনিয়র পরিষদ (ইউপি) নির্বাচনের তিনটি ধাপে এখন পর্যন্ত ২৫২ জন চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় বা বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা সবাই আওয়ামী লীগের দলীয় প্রার্থী। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পাঁচ বছর আগের রেকর্ড ভেঙেছে। চলতি ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ৭২ জন, দ্বিতীয় ধাপে ৮০ এবং তৃতীয় ধাপে ১০০ জন নির্বাচিত হয়েছেন।

    জানা যায়, বৃহস্পতিবার তৃতীয় ধাপের ১ হাজার ৪টি ইউনিয়ন পরিষদে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল। এদিন ৬৭১ জন চেয়ারম্যান প্রার্থীসহ ৩ হাজার ১৭৭ জন প্রার্থিতা প্রত্যাহার করে নেন। এর পরই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের তালিকা চূড়ান্ত করা হয়। পাশাপাশি যেসব পদে একাধিক প্রার্থী চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন তাদেরও তালিকা স্থানীয়ভাবে প্রকাশ করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

    সূত্রমতে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথম দুই ধাপের তুলনায় তৃতীয় ধাপে বিনা ভোটে জয়ী হওয়ার সংখ্যা অনেক বেশি। চেয়ারম্যান ছাড়াও সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে আরো ৪৬৯ জন ভোট ছাড়াই নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে ৩৩৭ জন সাধারণ সদস্য এবং ১৩২ জন সংরক্ষিত সদস্য। এর আগে প্রথম ধাপে ৪৬ জন, দ্বিতীয় ধাপে ২৭৯ জন সদস্য এবং সংরক্ষিত নারী সদস্য নির্বাচিত হয়েছেন। তৃতীয় ধাপ পর্যন্ত সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ৭৯৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

    নির্বাচন কমিশন সূত্র জানায়, প্রথম ধাপের ২১ জুন ২০৪ ইউপিতে ২৮ জন চেয়ারম্যান ও গত ২০ সেপ্টেম্বর একই ধাপের ১৬০টিতে ৪৪ জন চেয়ারম্যান, দ্বিতীয় ধাপের ৮৩৪টি ইউনিয়ন পরিষদে ৮০ জন এবং তৃতীয় ধাপে ১০০ জন প্রার্থী বিনা ভোটে চেয়ারম্যান হয়েছেন।

    এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপিসহ অনেক রাজনৈতিক দল অংশ নেয়নি। যেসব দল এ নির্বাচনে অংশ নিয়েছে তাদের কোনোটি সব ইউনিয়ন পরিষদে প্রার্থী দেয়নি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার সংখ্যা বাড়ছে। পাশাপাশি সরকারি দলের প্রার্থীর পাশাপাশি অনেক স্থানেই বিদ্রোহীরা প্রার্থী হচ্ছেন।

    ইসির তথ্য অনুযায়ী, চূড়ান্তভাবে এখন মাঠে রয়েছেন ৫০ হাজার ১৪৬ জন প্রার্থী। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৪ হাজার ৪০৯ জন, সাধারণ সদস্য পদে ৩৪ হাজার ৬৩২ এবং সংরক্ষিত সদস্য পদে ১১ হাজার ১০৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

    ইসির তথ্য অনুযায়ী,, বিনা ভোটে জয়ী হওয়ার ক্ষেত্রে তৃতীয় ধাপেও এগিয়ে আছে চট্টগ্রাম অঞ্চল। এ অঞ্চলের ৭৯টি ইউনিয়ন পরিষদের মধ্যে ২৯টিতেই চেয়ারম্যানরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এরপরের অবস্থানে থাকা কুমিল্লা অঞ্চলের ১১৫টি ইউনিয়ন পরিষদের মধ্যে ২২টির চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। তৃতীয় অবস্থানে থাকা ঢাকা অঞ্চলের ৭৯টি ইউনিয়নের মধ্যে ১৬টিতে চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন। তৃতীয় ধাপে চেয়ারম্যান পদে ৫ হাজার ২২২ জন মনোনয়নপত্র দাখিল করেন।
     




    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১৩ নভেম্বর, ২০২১ ০৫:০০ অপরাহ্ন