ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার দায়ে হাসিনাসহ তার দোসরদের বিচার দাবিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে কৃষকদল ও স্বেচ্ছসেবক দল। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে শিবগঞ্জ পৌর-উপজেলা কৃষকদল ও স্বেচ্ছাসেবকদলের পৃথক ব্যানারে শিবগঞ্জ ডাকবাংলোর সামনে দুটি বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে অবস্থান কর্মসূচিতে মিলিত হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষকদলের সভাপতি গোলাম কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব জানিবুল ইসলাম জোসি, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোখলেসুর রহমান ও সাবেক যুগ্ম আহবায়ক বারিউল ইসলাম তুষারসহ অন্যরা। বক্তারা- ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যা ও খুনি হাসিনাসহ তার দোসরদের দ্রুত বিচারের দাবি জানান। একই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন বক্তারা।
চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি