শিরোনাম
  • প্রধান উপদেষ্টার সঙ্গে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ স্পিকারের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন আইন উপদেষ্টা ৭ নভেম্বরের সরকারি ছুটি পুনর্বহালের দাবি বিএনপি’র সাবিনাদের হাতে এক কোটি টাকার চেক তুলে দিলেন ক্রীড়া উপদেষ্টা জাতিসংঘের তথ্যানুসন্ধান মিশন ডিসেম্বরের শুরুর দিকে রিপোর্ট চূড়ান্ত করবেন : ফলকার টুর্ক সংস্কার অবশ্যই টেকসই হতে হবে, নিবর্তনের পুনরাবৃত্তি নয় : ফলকার তুর্ক নেপালকে হারিয়ে আবারো শিরোপা জয় বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে শ্রীলঙ্কার হাইকমিশনারের সাক্ষাৎ গ্রাহকদের যে বার্তা দিলো পল্লী বিদ্যুৎতায়ন বোর্ড পলিথিন বন্ধে ১ নভেম্বর থেকে কঠোর পদক্ষেপ : পরিবেশ উপদেষ্টা
  • মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বৈষম্য নিরসনের দাবি

    বিসিএস খাদ্য ক্যাডার হতে মহাপরিচালক পদায়নসহ ৭ দফা দাবি বাস্তবায়নের আল্টিমেটাম

    নিজস্ব প্রতিবেদক

    ১৫ অগাস্ট, ২০২৪ ০৫:১৩ অপরাহ্ন

    বিসিএস খাদ্য ক্যাডার হতে মহাপরিচালক পদায়নসহ ৭ দফা দাবি বাস্তবায়নের আল্টিমেটাম

    বিসিএস খাদ্য ক্যাডার হতে মহাপরিচালক পদায়নসহ ৭ দফা দাবিতে বৃহস্পতিবার খাদ্য ভবনের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বিসিএস ফুড অ্যাসোসিয়েশন । “ক্যাডার যার মন্ত্রণালয় তার”- শ্লোগান নিয়ে আয়োজিত সমাবেশে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন । 

     

    অন্যান্য দাবির মধ্যে রয়েছে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক পদে বিসিএস খাদ্য ক্যাডারের কর্মকর্তা পদায়ন, বিসিএস প্রশাসনের ন্যায় ব্যাচভিত্তিক পদোন্নতি প্রদান, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক পদটি ৪র্থ গ্রেড এবং জেলা খাদ্য নিয়ন্ত্রকের পদ ৫ম গ্রেডে উন্নীতকরণ, খাদ্য ক্যাডারের বিভিন্ন স্তরের নতুন পদ সৃজনের প্রস্তাব অবিলম্বে বাস্তবায়ন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের পদটি ক্যাডারভুক্তকরণ এবং মহামান্য সুপ্রীমকোর্টের আপিল বিভাগের রিভিউ পিটিশন নম্বর ৩৮৩/২০১৯ এর রায় দ্রুত বাস্তবায়ন।  

     

    সমাবেশের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং এই হত্যাকান্ডের সাথে জড়িতদের শাস্তি দাবি করেন বিসিএস খাদ্য ক্যাডারের কর্মকর্তাগণ। একই সাথে আন্দোলনের মধ্য দিয়ে বৈষম্যবিরোধী একটি নতুন বাংলাদেশের সূচনা করার জন্য ছাত্র জনতাকে অভিনন্দন জানানো হয়।

     

    মানববন্ধন ও সমাবেশে কর্মকর্তারা বলেন, বিসিএস খাদ্য ক্যাডার একটি স্বতন্ত্র ক্যাডার হওয়া সত্ত্বেও বিভিন্ন বৈষম্যেরে মাধ্যমে খাদ্য ক্যাডারকে অকার্যকর করে রাখা হয়েছে। তারা বিসিএস ডাক, তথ্য, কৃষি, স্বাস্থ্য ক্যাডারসহ অন্যান্য ক্যাডারের ন্যায় বিসিএস খাদ্য ক্যাডার হতে মহাপরিচালক নিয়োগসহ অন্যান্য দাবিগুলো অবিলম্বে মেনে নেওয়ার আহবান জানিয়ে বলেন, আমাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলতে থাকবে। এছাড়া খাদ্য মন্ত্রণালয়ের বিভিন্ন পদে বিসিএস খাদ্য ক্যাডারের কর্মকর্তাদের পদায়নের দাবি জানানো হয়। মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরে খাদ্য ক্যাডারের কর্মকর্তা পদায়ন করা হলে দেশের খাদ্য ব্যবস্থাপনা আরও গতিশীলতা পাবে মর্মে বক্তারা উল্লেখ করেন। 

     

    মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বিসিএস ফুড অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ জামাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান, পরিচালক রেজা মোহাম্মদ মহসীন, মোঃ মাহবুবুর রহমান, মোঃ আব্দুস সালাম, অতিরিক্ত পরিচালক, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক, জেলা খাদ্য নিয়ন্ত্রক, উপপরিচালক, সহকারী উপপরিচালক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, খাদ্য পরিদর্শক, উপ খাদ্য পরিদর্শকসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করেন।




    জাতীয় - এর আরো খবর