তাড়াহুড়া করবেন না, চূড়ান্ত বিজয়ের জন্য কাজ করুন, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান, মানুষকে কাছে টানুন, ক্ষমার উদারতা দেখান, নিজেদের অবদানের জন্য আত্মপ্রচারে ব্যস্ত হবেন না। পিরোজপুর ১ আসনের উপজেলা শূরা ইউনিয়ন সভাপতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডঃ মুয়াযয হোসাইন হেলাল উপরোক্ত মন্তব্য করেন।
কেন্দ্রীয় শূরা সদস্য ও জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইনের সভাপতিতে সমাবেশের শুরুতে পবিত্র কুরআনে কারীম থেকে তেলাওয়াত করেন হাফেজ কারী মাওলানা হাবিবুল্লাহ বেলালী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা না এনে আমির মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম, আবু বুশরা, মাওলানা আব্দুল হালিম, পিরোজপুর পৌর আমীর মাওলানা আব্দুর রাজ্জাক, জেলা ইউনিটের সদস্যবৃন্দ, জেলা শূরাও উপজেলা আমীর প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডঃ হেলাল বলেন, এবারের ছাত্র জনতার বিজয় ছিনিয়ে আনতে অনেক রক্ত ঝড়েছে, অনেক জুলুম সইতে হয়েছে। আর যদি বেঁচে না থাকে তাহলে শহীদ হিসেবে কবুল করে নেন। তিনি বলেন, এই বিজয় কোন দলীয় বিজয় নয়, এটি একটি ছাত্রদের আন্দোলনের বিজয়। এটাকে পুঁজি করে যারা বিজয় মিছিল করে আনন্দ উৎসব করে তাকে জনগণ ভালভাবে নেয়নি। এই আন্দোলনে কারা জীবন দিয়েছে, কারা ভূমিকা রেখেছে, জাতি তা বুঝতে পেরেছে।
তিনি আওয়ামী লীগের দুঃশাসনের সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের গুম হওয়া মেধাবী শিক্ষার্থী আল মুকাদ্দাসের জন্য দোয়া করেন। তিনি বলেন, আমরা দোয়া করছি, আল্লাহ যেন আল মুকাদ্দাসকে জীবিত অবস্থায় সুস্থ স্বাভাবিক আমাদের কাছে ফিরিয়ে দেন।
এ্যাডঃ হেলাল বলেন, এখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আমরা এই সরকারের স্থিতিশীলতার জন্য কাজ করছি। সরকারের স্থিতিশীলতা খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সরকারকে ব্যর্থ করার চক্রান্ত চলছে। দেশী-বিদেশী চক্রান্ত নানা রকমের চক্রান্ত চলছে। তিনি বলেন আপনারা দেখেছেন, এই সরকার যাতে আইনগতভাবে ব্যর্থ হয় সেই চক্রান্ত হচ্ছে, আমাদেরকে সকলের সকল চক্রান্ত রুখে দিতে হবে।
এ্যাডঃ হেলাল বলেন, বহুমুখী অপপ্রচারে চলছে। একটি বিশেষ মহলের বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা দেখানোর চেষ্টা করছে। ছাত্র জনতাকে এই চক্রান্ত নস্যাৎ করে দিতে হবে। জনতা এসব অপকর্ম কারা করছে তা জানে।
তিনি বলেন, আমীরের জামায়াত এই মুহুর্তে বিজয় উৎসব পালন করতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, আল্লাহ সামনে চূড়ান্ত বিজয় দিলে তখন বিজয় উৎসব হবে। তিনি বলেন, আমীরের জামায়াত বলেছেন, এ বিপ্লবের জন্য যারা বুক পেতে দিয়েছে এর কৃতিত্ব তাদের। তিনি বলেন, আমরা আমাদের কোন অবদান নিয়ে আত্ম প্রচারে মগ্ন হব না। আমাদেরকে এই বিজয়ের অর্জনকে পাহারা দিতে হবে। আমাদের তাড়া হুরা চলবে না।
এ্যাডঃ হেলাল বলেন, আপনারা মানুষকে কাছে টানুন, মানুষের সুখে দুখে পাশে দাঁড়ান। তিনি বলেন, রাসুল সাঃ এর শত্রু ওহাসি ক্ষমা চাইলেন, রাসুল সাঃ ক্ষমা করে দিলেন। তিনি বলেন, আজকেও ওহাসি, হিন্দার মত যারা ক্ষমা চাইবে তাদের জন্য ক্ষমার দরজা খোলা রাখতে হবে। আমাদের ক্ষমার ক্ষেত্রে উদারতা দেখাতে হবে।
পিরোজপুর ১ নির্বাচনী আসনের ব্যাপারে তিনি বলেন, এই এলাকা আল্লামা সাঈদীর মাটি। এলাকামাদের এই এলার জন্য কাজ করতে হবে। ২০১৪ সালে আমাদের নির্বাচন কাজ করতে দেয়া হয়নি। ১৮ সালে আমাদের প্রস্তুতি ছিল কিন্তু কাজ করতে দেয়া হয়নি। ২৪ সালের নির্বাচনের অবস্থা আপনারা জানেন। তিনি বলেন, পিরোজপুর ১আসনের আগামী দিনের প্রার্থী মাসুদ সাঈদী। আল্লামা সাঈদী এই এলাকা মানুষের হৃদয়ে আছে। সুতরাং আগামী দিনের বড় বিজয়ের জন্য কাজ করতে হবে।
তিনি বলেন, আমাদের আমলি জিন্দগী সুন্দর করতে হবে। আমাদের বিনয়ী স্বভাবের হতে হবে। মানুষের বিপদে পাশে দাঁড়াতে,হবে, কোন অন্যায় কাজে সাহায্য করা যাবে না। এখানের সংগঠনকে জনগণের সংগঠন হিসেবে দাঁড় করাতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সুযোগ-সদস্য ও জেলা আমির অদ্যখাতা ফজল হোসাইন