চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অসহযোগ আন্দোলন ও গনমিছিল অনুষ্ঠিত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রবিবার সকালে শিবগঞ্জ সরকারী মডেল হাই স্কুলের সামনে একদফা দাবিতে এ বিক্ষোভ - সমাবেশ কমসূচি পালিত হয়।মডেল স্কুলের সামনে অবস্থান কর্মসূচি শেষে আন্দোলনকারীরা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কর্মসূচি সমাপ্তি ঘোষণা করেন। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিবগঞ্জ উপজেলার সমন্বয়করা উপস্থিত ছিলেন। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে পড়ে রাজপথ। বিএনপি'র নেতা কর্মীরা আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেন।
এদিকে শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ ও এরঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে থাকার ঘোষণা দিলেও তাদেরকে মাঠে দেখা যায়নি। তবে চাপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ এমপি বিকেলে জেলা আওয়ামীলীগ পার্টি অফিসের সামনে তাদের অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন