“ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ“ এ প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় মাৎস সপ্তাহ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠীত হয়েছে। ৩১ জুলাই বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মাৎস দপ্তরের যৌথ উেেদ্যাগে উপজেলা পরিষদ চ¦তর থেকে একটি বর্ণাঢ র্যালি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা মিলন আয়াতনে আলোচনা সভায় মিলিত হয় ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আকতাবুজ্জামান আল ইমরানের সভাপতিত্বে , বত্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম নয়ন খান, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম। স্বগত বক্তব্য রাখেন, সিনিয়ার উপজেলা মাৎস অফিসার ড. আবু বক্কর ছিদ্দক। এই সময় আরো উপস্থীত ছিলেন, উপগেলা সমাজ নসবা অফিসার কাঞ্চন কুমার দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইলাম। শিবগঞ্জ থানার ওসি সাজ্জদ হোসেন প্রমূখ ।