শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • কারফিউ শিথিলে শিবগঞ্জের কানসাটে আবারো আমের বাজার চাঙ্গা

    মোহা: সফিকুল ইসলাম, চাপাইনবাবগঞ্জ

    ২৮ জুলাই, ২০২৪ ১০:১১ পূর্বাহ্ন

    কারফিউ শিথিলে শিবগঞ্জের কানসাটে আবারো আমের বাজার চাঙ্গা

    কোটা সংস্কার  আন্দোলনকে ঘিরে সহিংসতা ও পরবর্তী সময়ে দেশব্যাপী কারফিউ এর কারনে যে গত কয়েকদিনে চাঁপাইনবাবগঞ্জের কানসাট আম বাজারে  বিরুপ প্রভাব পড়ের কারণে আমের বাজারে ধস নেমেছিলো, তা কাটতে শুরু  করেছে। সরকার কর্তৃক  সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কারফিউ শিথিল ঘোষণা করায়  দেশের বৃহৎতম আমের বাজার কানসাটে গত দুদিন থেকে আবারো জমে উঠেছে কেনাবেচা। ঢাকা চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা ব্যবসায়ীরা আম কিনে পাঠাচ্ছেন। ফলে বেড়েছে আমের দাম।আমের রাজধানী খ্যাত কানসাটে এখন আমের ভরা মৌসুম, বাজারে ফজলি আম্বিনা, বারি ৪, রুপালী সহ নানা জাতের আম। এবার শুরু থেকেই প্রকৃতির বৈরিতায় আমের ফলন অনেকটায় কম এ জেলায়। তবে বাজারে মৌসুমের শুরু থেকেই আমের বাড়তি দাম থাকায়, আম বাগান মালিক ও ব্যবসায়ীদের ফলন কম হওয়ায় কষ্ট অনেকটায় কাটিয়ে উঠেছেন। 

    আম চাষী মিজানুর রহমান, ইব্রাহিম খলিল, আব্দুল খালেক, আব্দুল জাব্বার সহ অনেকেই জানান, দেশব্যাপী চলমান কোটা সংস্কার  আন্দোলকে ঘিরে সহিংসতা ও পরবর্তী সময়ে কারফিউ এর কারনে,গত সপ্তাহে দেশের সর্ব বৃহৎ আমের বাজার কানসাটে ব্যবসায়ীদের মাঝে দেখা দিয়েছিলো হতাশা।  কমে গিয়েছিলো আমের দাম, অন্যদিকে ব্যাংক বন্ধ থাকায় লেনদেনে সমস্যায় পড়তে হয়েছিলো তাদের। তবে গত দুদিনে কারফিউ শিথিল হওয়ায় আবারো পূর্বের অবস্থায় ফিরেছে কানসাট আম বাজার। বেচাকেনা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে আমের দামও। কানসাট বাজারে আমবিক্রী করতে আসা বিশিষ্ট আম ব্যবসায়ী ও আমচাষী শ্যামপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের কলিমুদ্দিন আজকে  আমের দর খুব ভাল।ফজলী আম দাম মণ প্রতি  ৪০০ থেকে৪৫০০  টাকা,আশি^না আম মণ প্রতি  ১৩০০ থেকে ১৮০০টাকা,বারি ৪ মণ প্রতি  ৩৫০০ থেকে ৪০০০টাকা টাকা,রুপালী আম মণ প্রতি  ৪৫০০ থেকে ৫০০০  টাকা। 

    আম বিক্রেতা, ক্রেতা, ব্যবসায়ী ও আড়তদাররা জানান, পুরো বাজার ভরে আছে আম আর আমে। বাজার ছাপিয়ে আমের ভ্যানের সারি গিয়ে পৌচ্ছেছে মূল সড়কে কয়েক কিলোমিটার জুড়ে। আমের ট্রাক আর আমের ভ্যানের এ যাওয়া আসায় সড়ক জুড়ে প্রায় সময়ই লেগে থাকছে দীর্ঘ যানযট। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে কারফিউ শিথিলের সময়সীমা সকাল ৬ টা থেকে রাত ৮টা পর্যন্ত করায় যানচলাচলসহ জনবীবন অনেকটায় স্বাভাবিক। কানসাট আম বাজার আড়তদার মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম টিপু জানান আমের দাম ভাল থাকলেও ব্যাংক বন্ধ থাকা ও ইন্টারনেট পুরাপুরি চালু না থাকায় অজুহাতে বড় বড় ব্যাপারীরা আম ব্যবসায়ী ও আম চাষীরা আম বিক্রি করেও টাকা না পাওয়ায় নানা ধরনের হয়রানীর শিকার হচ্ছেন। তবে কানসাট বাজারে সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা বিরাজ মান।তবে যানজট নিরসনে প্রশাসনের হস্তক্ষেপ  কামনা করেন।




    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২৮ জুলাই, ২০২৪ ১০:১১ পূর্বাহ্ন