পিরোজপুর জেলা ছাত্রলীগের আওতাধীন সদ্য বিলুপ্ত পৌর ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার আমীন সাগর সংগঠন থেকে পদত্যাগ করছেন বলে জানা গেছে। মঙ্গলবার (১৬ জুলাই) রাতে নিজের ফেইসবুক আইডিতে এ পদত্যাগের ঘোষনা দেন।
শাহরিয়ার আমীন সাগর জেলার পৌরসভার ৮ নং ওয়ার্ডে মৃত এডভোকেট রুহুল আমিন এর ছেলে। শাহরিয়ার আমীন সাগর পৌর ছাত্রলীগের সদ্য বিলুপ্ত সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ছাড়া ও পিরোজপুর পৌর ছাত্রলীগের আওতাধীন ৮ নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি ছিলেন।
এ সময় শাহরিয়ার আমীন সাগর পদত্যাগের ঘোষনা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, ব্যক্তি বা নেতার চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ অনেক বড়। সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রলীগের মাঝে শুরু হওয়া এই প্রান-নাষক দ্বন্দ্ব এবং জাতীয় সংকটে আমি অত্যন্ত মর্মাহত এবং ব্যাথিত। তাই ছাত্রলীগের সকল পদ থেকে নিজের অব্যাহতি ঘোষণা করছি।
এ সময় ওই ছাত্রলীগের নেতা সবার কাছে মাফ চেয়ে লিখেন ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। রাজনীতি করতে গিয়ে দেশ ও জাতির শত্রু হতে চাই না।
শাহরিয়ার আমীন সাগর দৈনিক সকালের বার্তাকে জানান, পদত্যাগের তথ্য নিশ্চিত করে জানান, কোটা সংস্কার আন্দোলনের সাথে আমার পুর্ন সমর্থন রয়েছে। বর্তমানে ৬ মাস ধরে জেলা ছাত্রলীগের কমিটি না থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ফেইসবুক আইডি থেকে এই পদত্যাগের ঘোষনা দিলাম। তাছাড়া স্বাধীনতা যুদ্ধের চেতোনাধারী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতারা যেভাবে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে এটা আমাকে ব্যাথিত করেছে। তাই এই পদত্যাগ করা।
সদ্য বিলুপ্ত পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোমেন মোর্শেদ শুভ্র জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনেছি পদত্যাগের কথা। তবে কেন কি কারনে পদত্যাগ করেছে তা আপতত বলতে পারবো না। তার সাথে কথা বলে বিষয়টি বলা যাবে।