শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  •  অভিযোগ চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়রের

    ১২৫ কোটি টাকার প্রকল্পে বাধা দিতে ডিও লেটার দিলেন এমপি ওদুদ

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ১১ জুলাই, ২০২৪ ০৮:১৩ পূর্বাহ্ন

    ১২৫ কোটি টাকার প্রকল্পে বাধা দিতে ডিও লেটার দিলেন এমপি ওদুদ

    চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার  ১২৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে বাঁধা দিতে সাতটি ডিও লেটার দিয়েছেন সংসদ সদস্য আব্দুল ওদুদ বলে অভিযোগ উঠেছে। অভিযোগ করেছেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমান। তবে এ ধরনের অভিযোগ অস্বীকার করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ  চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ অভিযোগ অস্বীকার করে জানান, তাঁর ডিও লেটারেই পৌরসভার বিভিন্ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার   পৌরসভার একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। 

    মেয়র মোখলেসুর রহমান বলেন, ‘আমি বিগত আড়াই বছর ধরে চেষ্টা করে যাচ্ছি, পৌরসভার কীভাবে উন্নয়ন করা যায়। এর মধ্যে মাননীয় সংসদ সদস্যকে নিয়ে পৌরসভার কয়েকটি কাজের উদ্বোধন করা হয়েছে। পৌরসভার কাজ কখনো সংসদ সদস্যকে দিয়ে উদ্বোধন করা হয় না। এ এখতিয়ার শুধু মেয়রের। সংসদ সদস্য যাতে কোনোভাবে বিরক্ত না হয়ে পৌরসভার উন্নয়নের স্বার্থে আমার সঙ্গে কাজ করেন। কিন্তু আমি যে কাজগুলো নিয়ে এসেছি, সংসদ সদস্য তাঁর বিপক্ষে ডিও লেটার দিয়েছেন।’ তিনি বলেন, এক মাসের মধ্যে পৌরসভায় ১২৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের টেন্ডার হবে। সেই প্রকল্প বন্ধে সংসদ সদস্য সাতটি ডিও লেটার দিয়েছেন। পৌর মেয়র আরও বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসার কারণেই আমরা পিছিয়ে যাচ্ছি।’ 

    এ বিষয়ে সংসদ সদস্য আব্দুল ওদুদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁর ডিও লেটারেই পৌরসভার বিভিন্ন প্রকল্পের অনুমোদন হয়েছে। এখানে মেয়রের কোনো কৃতিত্ব নেই। আব্দুল ওদুদ বলেন, ‘মেয়র শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। তাঁর ব্যর্থতা ঢাকার জন্য আমার ওপর দায় চাপাচ্ছেন।’ সংসদ সদস্যকে ছাড়া মেয়র কোনো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করতে পারেন না বলেও মন্তব্য করেন তিনি। পৌরসভার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. তৌফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, জেলা কৃষক লীগের সভাপতি আব্দুস সামাদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি ড. সাইফ জামান আনন্দ, জেলা পরিষদ সদস্য আব্দুল জলিল প্রমুখ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১১ জুলাই, ২০২৪ ০৮:১৩ পূর্বাহ্ন