শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • জিহাদ হত্যার রহস্য উদঘাটন দুই বছর পর

    রাজবাড়ী প্রতিনিধি

    ১০ জুলাই, ২০২৪ ১১:০৯ অপরাহ্ন

    জিহাদ হত্যার রহস্য উদঘাটন দুই বছর পর

    রাজবাড়ীর কালুখালীতে শারীরিক প্রতিবন্ধী জিহাদ (১৪) হত্যার ঘটনার দুই বছর পর রহস্য উদ্‌ঘাটন করেছে ফরিদপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বুধবার দুপুরে ফরিদপুর জেলা পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান ফরিদপুর পিবিআইয়ের পুলিশ সুপার (এসপি) মো. রবিউল ইসলাম।

     

    নিহত জিহাদ ফরিদপুর কোতয়ালী থানার নৈমুদ্দিন মোল্লাপাড়ার জসিম শেখের ছেলে। তাকে বলাৎকারের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় শাকিল (১৬) নামের এক কিশোর আটক হয়েছেন।পুলিশ সুপার মো. রবিউল ইসলাম বলেন, ‘জিহাদের মা সৌদি আরব থেকে তার স্বামীকে তালাক দেয়। বিষয়টি জানতে পেরে জিহাদ ২০২২ সালের ১ সেপ্টেম্বর বিকেল ৫টার সময় নিজ বাড়ি থেকে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার হরিণবাড়ীয়া গ্রামের তার নানা বারেক শেখের বাড়িতে যাওয়ার জন্য রওনা করে চলে আসে। ৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টার সময় কালুখালী উপজেলার গঙ্গানন্দপুর ঈদগাহ মাঠে জিহাদের মরদেহ পাওয়া যায়। কালুখালী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জিহাদের দাদা আঃ লতিফ সেখ বাদী হয়ে কালুখালী থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন।’

     

    তিনি বলেন, ‘পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করে।ময়নাতদন্তকালে ডাক্তার জিহাদের পায়ুপথ থেকে রেক্টাল সোয়াব ৪টি ষ্টিক ডিএনএ পরীক্ষার জন্য সংরক্ষণ করেন। সিআইডির ফরেনসিক শাখা জিহাদের পায়ুপথ থেকে রেক্টাল সোয়াব পরীক্ষা করে পুরুষের বীর্যের উপস্থিতি পান। কালুখালী থানা পুলিশের এসআই হাসানুজ্জামান ২০২২ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত মামলাটি তদন্ত করেন। তিনি রহস্য উদ্‌ঘাটন ঘাটন করতে না পেরে আবেদনের প্রেক্ষিতে পুলিশ হেডকোয়াটার্স মামলার তদন্ত ফরিদপুর পিবিআইকে দেন।’

    তিনি আরও বলেন, ‘পিবিআই ফরিদপুরের ইন্সপেক্টর মো. জালাল উদ্দিন সরদার তদন্ত শুরু করেন। মামলার ঘটনাস্থল হিরু মোল্যার ঘাট এলাকার মুদি দোকানি সেলিম মন্ডলকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়। তাকে সিআইডির ফরেনসিক শাখায় উপস্থিত করে ডিএনএ শ্যাম্পুল প্রদান করা হলেও ডিএনএ মিল পাওয়া যায় না। খোঁজ পান ২০২৩ সালের ঈদুল আযহার দিন সন্ধ্যা ৬টার সময় কালুখালী সরকারি কলেজের পরিত্যক্ত টিনসেড রুমের মধ্যে জোড়পূর্বক অন্তর বিশ্বাসকে (১০) বলাৎকার করার সময় ডাক-চিৎকার করলে কোমড়ের বেল্ট গলায় পেঁচিয়ে হত্যার চেষ্টাকালে কলেজের গার্ড শাকিলকে (১৬) আটক করে। পরে তাকে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় ২০২৩ সালের ২৯ জুন কালুখালী থানায় মামলা দায়ের হয়।’

     

    পিবিআই এসপি বলেন, ‘শাকিলকে আদালতে সোপর্দ করলে গাজীপুর জেলার সংশোধনাগারে পাঠায়। পরে পিবিআই ফরিদপুর পুলিশ সুপার মো. রবিউল ইসলামের মাধ্যমে পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি বনজ কুমারের দিকনির্দেশনায় শাকিলকে আদালতের মাধ্যমে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আদালতের অনুমতিতে ডিএনএ নমুনা সংগ্রহ ও সিআইডির ফরেনসিক শাখায় রক্ষিত ডিএনএর তুলনামূলক পরীক্ষান্তে শাকিলের ডিএনএর সাথে মিল পাওয়া যায় বলে মতামত দেন। এতে প্রমাণিত হয় জিহাদকে বলাৎকার করে হত্যা করা হয়েছে। পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।’




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১০ জুলাই, ২০২৪ ১১:০৯ অপরাহ্ন