শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • শিবগঞ্জে দেড়’শ বিঘা চিনা ফসল সাবাড়

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ৮ জুলাই, ২০২৪ ০৮:২২ পূর্বাহ্ন

    শিবগঞ্জে দেড়’শ বিঘা চিনা ফসল সাবাড়

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীর চরাঞ্চলে দেড়’শ বিঘা চিনা ফসল সাবাড় করেছে গরু। ঘটনাটি ঘটেছে উপজেলার পাঁকা ইউনিয়নের বাবুপুর ও লক্ষীপুর চরে। এ নিয়ে শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন কৃষক আবেদুর রহমান ও বেনজির আলী। রোববার দুপুরে সরজমিনে গিয়ে দেখা গেছে- উপজেলার পাঁকা ইউনিয়নের লক্ষীপুর চরে নিজস্ব ৫০ বিঘা জমিতে চিনা ফসল আবাদ করেন কৃষক আবেদুর রহমান। কিন্তু গত ৪ জুলাই ২০০-২৫০টি গরুর একটি পাল পুরো চিনা ফসল খেয়ে সাবাড় করেছে। ভুক্তভোগী কৃষক আবেদুর রহমান রাখালদের প্রতিবাদ করলেও তারা কোন কর্নপাত করেননি। উল্টো অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দেন রাখালরা। 

    এদিকে উপজেলার পাঁকা ইউনিয়নের বাবুপুর চরে নিজস্ব প্রায় ১’শ বিঘা জমিতে চিনা ও লামা ফসল আবাদ করেন কৃষক বেনজির আলী। তার জমিতে ৩ জুলাই ৩০০-৩৫০টি গরুর একটি পাল পুরো চিনা ও লামা ফসল খেয়ে সাবাড় করেছে। প্রতিবাদ করলেও তারা কোন কর্নপাত করেননি। জানা গেছে- চরাঞ্চলের পতিত জমি ফেলে না রেখে চিনা আবাদে ঝুঁকছেন এখানকার কৃষকেরা। কম খরচে বেশি লাভ হওয়ায় কৃষকদের কাছে কদর বেড়েছে চিনার। বিলুপ্তপ্রায় এই ফসলটি নতুন করে আশা জাগিয়েছে চরাঞ্চলের কৃষকদের। বর্তমানে শিশু খাদ্য তৈরিতে চিনার ব্যাপক চাহিদা থাকায় দাম ও কদর দুটোই বেড়েছে এ শস্যের। কিন্তু লাভ তো দূরের কথা পুঁজিও উঠবেনা কৃষকদের। গরুর পালে পুরো চিনা ফসল নষ্ট করেছে। 

    পাহারাদার এনামুল হক জানান, সন্ধ্যার দিকে চর থেকে চলে আসার পর গরুর পালে সাপাড় করেছে চিনা ফসল। নিষেধ করেও রাখালরা কোন কথা শুনেন না। উল্টো গালিগালাজ ও ভয়ভীত দেখায়। ভুক্তভোগী কৃষক আবেদুর রহমান জানান, এই ফসল বিক্রি নিয়েও কোনো ঝামেলা বা চিন্তা নেই। মাড়াই মৌসুমের আগেই পাইকার এসে অগ্রিম টাকা দিয়ে থাকেন। কিন্তু সব স্বপ্ন ভেঙে গেছে। চরের সকল চিনা ফসল গরুর পালে সাবাড় করেছে। এতে প্রায় দশ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিপূরণ পেতে পুলিশের সহযোগিতা চেয়েছেন তিনি। 

    কৃষক বেনজির আলী জানান, সার তেল খরচ করে চরাঞ্চলে বোরো আবাদের চেয়ে চিনা আবাদ অনেক লাভজনক। এ আবাদে হালচাষ আর বীজ ছাড়া আর কোনো খরচ নেই। কিন্ত লাভের আশায় সব শেষ হয়ে গেছে। তবে গরুর রাখাল রোশদুল ইসলাম স্বীকার করে জানান, মাঠে রাতে ঘুমিয়ে থাকার সুযোগে গরুর পাল চিনা ফসল খেয়েছে। পরে গরুগুলোকে সেখান থেকে অন্য স্থানে সরিয়ে নেয়া হয়েছে। শিবগঞ্জ থানার এএসআই জাহাঙ্গীর আলম জানান, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।  




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ৮ জুলাই, ২০২৪ ০৮:২২ পূর্বাহ্ন