কেরাণীগঞ্জ এলাকায় গরীব ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ (বিপু) এমপি। কেরানীগঞ্জ উপজেলা পরিষদের সহযোগিতায় কেরাণীগঞ্জ কোন্ড ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। এসময় তিনি বলেন, বর্তমান সরকার অসহায় ও গরীব মানুষের পাশে আছে। সরকারের পাশাপাশি বিত্তবানদেরকেও তিনি অসহায় মানুষের সেবায় এগিয়ে আসার আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা ম.ই মামুন। এছাড়া অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।