রাজবাড়ী সদর হাসপাতাল থেকে একাধিক মামলার আসামি শামিম শেখ (২৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ । শামিম রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের দয়ালনগর গ্রামের মোঃ কাদের শেখের ছেলে।
রাজবাড়ী থানার এসআই কামরুল হাসান জানান, আজ শনিবার ৮ জুন বিকালে গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর হাসপাতালে অভিযান চালিয়ে শামীমকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। সর্বশেষ গত ৩ জুন দয়াল নগর গ্রামের মৃত রানা শেখের স্ত্রী আয়শা বেগম শামীমের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ওই মামলার আসামি হিসেবে শামীমকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় উল্লেখ করা হয়েছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে গত ২০ মে বাদীর ছেলে আরাফাত শেখকে মারপিট করা হয়।