শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পলাশবাড়ীর পাপিয়া হত্যা মামলার তিন আসামীকে নারায়নগঞ্জ থেকে গ্রেফতার

    গাইবান্ধা প্রতিনিধি

    ৩ জুন, ২০২৪ ০১:৪৩ অপরাহ্ন

    পলাশবাড়ীর পাপিয়া হত্যা মামলার তিন আসামীকে নারায়নগঞ্জ থেকে গ্রেফতার

    গাইবান্ধার পলাশবাড়ীতে পারিবারিক কলহের জেরে চাঞ্চল্যকর পাপিয়া বেগম (৪৫) হত্যা মামলার তিন আসামীকে আত্মগোপনে থাকা অবস্থায় নারায়নগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‍্যাব। 


    শনিবার রাতে র‍্যাব-১৩ (সিপিসি-৩) গাইবান্ধা ও র‍্যাব-১১ (সিপিসি-১) নারায়নগঞ্জে যৌথ অভিযানে নারায়নগঞ্জের ফতুল্লা মডেল থানার চরকাশিপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।  


    রোববার (২ জুন) সকালে র‍্যাব-১৩ (সিপিসি-৩) ক্যাম্পের অধিনায়কের পক্ষে উপপরিচালক (মিডিয়া) স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলা মনোহরপুর ইউনিয়নের বিরামেরভিটা গ্রামের মো. চঁান মিয়া ছেলে রাব্বি মিয়া (২৬), মো. পাপুল মিয়া (৩০) ও পাপুল মিয়ার স্ত্রী মোছা. ইসমোতারা বেগম (২৬)।  


    সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামীদের সাথে ভিকটিম পাপিয়া বেগমের জমি-জমা সংক্রান্ত বিরোধে পারিবারিক কলহ চলছিল। এরই ধারাবাহিকতায় গত ১৮ মে আসামীরা পাপিয়াকে ঘটনাস্থলে আক্রমণ করে। এসময় তারা তাকে হত্যার উদ্দেশ্যে লোহার রড, ধারালো ছোড়া, বঁাশের লাঠি এবং দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে গলার নীচে ধারালো ছুরি দিয়ে শ্বাসনালী কেটে গুরুতর রক্তাক্ত জখম করে। স্থানীয়রা পাপিয়াকে চিকিৎসার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পাপিয়ার ভাই মো. আরিফুজ্জামান বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 


    ওই মামলার প্রেক্ষিতে র‍্যাব-১৩ (সিপিসি-৩), গাইবান্ধা ও র‍্যাব-১১ (সিপিসি-১), নারায়নগঞ্জ ছায়া তদন্ত আরম্ভ করে এবং নারায়নগঞ্জের ফতুল্লা মডেল থানার চরকাশিপুর এলাকায় শনিবার রাত ১১টার দিকে যৌথ অভিযান পরিচালনা করে মামলার এজাহারনামীয় পলাতক আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়। 


    র‍্যাব- জানায়, গ্রেফতারকৃতরা চাঞ্চল্যকর পাপিয়া হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামী বলে স্বীকার করেছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। 




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর