শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • চরাঞ্চলের মানুষের জীবন মান উন্নয়ন ও কৃষি উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে হবে : পানি সম্পদ প্রতিমন্ত্রী 

    গাইবান্ধা প্রতিনিধি

    ৩ জুন, ২০২৪ ০১:৪০ অপরাহ্ন

    চরাঞ্চলের মানুষের জীবন মান উন্নয়ন ও কৃষি উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে হবে : পানি সম্পদ প্রতিমন্ত্রী 

    পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বলেছেন, চরাঞ্চলের মানুষের জীবন মান উন্নয়ন ও কৃষি উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে নদী ভাঙনরোধ এবং স্থানীয় বঁাধ নির্মাণ করা হবে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয়বারেরমত সরকার গঠনের পর থেকেই দেশের আনাচে-কানাছে উন্নয়নের জোয়ার বইছে। বর্তমান সরকারের আমলে ব্যাপক উন্নয়নের ফলে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। এসব নদী ভাঙন এলাকার খেটে খাওয়া মানুষকে আর বাস্থহারা হতে হবে না। তারা নিজেরাই এলাকায় চাষাবাদ করে জীবন মান উন্নয়নে সক্ষম হবে। 


    রোববার (২ জুন) গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডবাড়ি ইউনিয়নের জিগাবাড়ি হাইস্কুল মাঠে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এরেন্ডাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ সভঅপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন গাইবান্ধা-৫ আসনের সাংসদ মাহমুদ হাসান রিপন, কুড়িগ্রাম-৪ আসনের এমপি মো. বিপ্লব হাসান, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বজলুর রশিদ, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মুহাম্মদ আমিরুল ইসলাম ভুঞা, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবু সাঈদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুর জামান রিংকু, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. সামশীল আরেফিন টিটুসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। 


    পরে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপিকে গাইবান্ধা প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে নির্বাহী কমিটির কার্যকরী সভাপতি সিদ্দিক আলম দয়াল, সহ-সভাপতি শাহাবুল শাহীন তোতা ও সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপনসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। 


    এরআগে হেলিকপ্টরযোগে এরেন্ডাবাড়ি ইউনিয়নের জিগাবাড়ির যমুনা নদীর বামতীরের ভাঙন পরিদর্শন করেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। এরপর তিনি কুড়িগ্রাম জেলার উদ্দেশ্যে রওনা দেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর