ভারতে সাত দফার ম্যারাথন নির্বাচন শনিবার শেষ হওয়ার পরে এক্সিট পোল বা বুথ ফেরত জনমত সমীক্ষার ফলও প্রকাশিত হয়েছে। বেশিভাগ সংবাদমাধ্যম এবং সমীক্ষা সংস্থা বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সকে (এনডিএ) এগিয়ে রেখেছে। বস্তুত, অনেকটাই এগিয়ে রেখেছে এবং তারা জানিয়েছে, এনডিএ হয় আগের বারের মতো মোট ৫৪৩ আসনের মধ্যে ৩৫৩ (৬৫ শতাংশ) আসন পাবে বা তার থেকে আরো ১০ শতাংশ বেশি পেয়ে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে।
প্রায় প্রতিটি বিরোধী দল এই সমীক্ষার বিরোধিতা করে বলেছে, এর কোনো ভিত্তি নেই এবং অতীতে অনেকবারই বুথ ফেরত জরিপ বা এক্সিট পোল ভুল প্রমাণিত হয়েছে। বস্তুত হয়েছেও তাই। এর আগে ২০০৪ এবং ২০১৪ সালের বুথ ফেরত সমীক্ষা অনেকটাই মেলেনি এবং রাজ্য স্তরে বিধানসভা নির্বাচনে অসংখ্য বার বুথ ফেরত সমীক্ষা ভুল প্রমাণিত হয়েছে।
কংগ্রেসের শীর্ষ নেতা জয়রাম রমেশ অভিযোগ করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অন্তত ১৫০ জন জেলা স্তরে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং কালেক্টারকে ফোন করে 'নির্লজ্জভাবে ভয় দেখিয়েছেন।' এই যাবতীয় ‘চক্রান্ত’ সত্ত্বে শেষ পর্যন্ত বিরোধী ইন্ডিয়া অ্যালায়েন্স নির্বাচনে জিতবে বলে মন্তব্য করেছেন রমেশ।