বাংলাদেশ জুয়েলার্স সমিতি পিরোজপুর জেলা শাখার কার্যকরী পরিষদের নির্বাচন বৃহস্পতিবার (২৩মে) স্থানীয় হোটেল ছায়ানিরে অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে দিলিপ সর্বন ৪১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রিপন দত্ত, তিনি পেয়েছেন ৬৭ ভোট।
নির্বাচনে সহ-সভাপতি পদে বোরহান মল্লিক, বিকাশ কর্মকার, জগদীশ চন্দ্র দাস এবং সাহাবুল আলম বুলু নির্বাচিত হয়েছেন।
এছাড়া কোষাধ্যক্ষ পদে তপন কুমার কর্মকার, সহ-সাধারণ সম্পাদক পদে ইসমাইল হোসেন, প্রদীপ কর্মকার, সিদ্ধার্থ মিস্ত্রি, উত্তম রায় এবং তপন পাল, কার্যনির্বাহী সদস্য পদে গৌতম চন্দ্র মিস্ত্রি, রবিন মন্ডল, পার্থ সারথী সিকদার, মোঃ আব্দুল আজিজ খান বেলালী, বিশ্বজিৎ সর্বন, সুখরঞ্জন হালদার নির্বাচিত হয়েছেন।