চলতি ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রথম পর্যায়ের ফল প্রকাশ করা হয়েছে। গতকাল শনিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় প্রকাশিত ফলে পছন্দের কলেজ ও মাদরাসায় ভর্তির জন্য ১৪ লাখ ৫৭ হাজার ২২৬ শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, একাদশে ভর্তির জন্য ১৫ লাখ ৭৬ হাজার ১৩৩ শিক্ষার্থী আবেদন করেছিল। শিক্ষার্থীরা শনিবার সন্ধ্যার পর থেকেই ভর্তির জন্য নির্ধারিত ওয়েবসাইটে তাদের ফল দেখতে পাচ্ছে। এ ছাড়া এসএমএসের মাধ্যমেও ফল জানা যাচ্ছে।
প্রথম দফায় নির্বাচিত শিক্ষার্থীদের ৩০ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি নির্ধারিত ফি দিয়ে সিলেকশন নিশ্চয়ন করতে হবে। সিলেকশন নিশ্চয়ন না করলে তাকে আবার ফিসহ আবেদন করতে হবে।
৭ ও ৮ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্যায়ের আবেদন নেওয়া হবে। পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল ও দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে ১০ ফেব্রুয়ারি। ১১ ও ১২ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চয়ন করতে হবে। এ সময়ের মধ্যে সিলেকশন নিশ্চয়ন না করলে আবেদন বাতিল হবে।