শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সাথে মঙ্গলবার মন্ত্রী তার বাসভবনে এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ওয়াউটার ভ্যান ওয়ার্শ (Wouter Van Wersch) এর এক মিটিং অনুষ্ঠিত হয়েছে। মিটিংয়ে ভাইস প্রেসিডেন্ট জানান এভিয়েশন ব্যবস্থাপনাগত দক্ষতা, লজিস্টিক্সের উন্নয়ন এবং এয়ার লাইন্সের পরিচালনা গত মান উন্নয়নে কোর্স কারিকুলাম প্রনয়ণে এয়ারবাস পৃথিবীর যে সমস্ত বিশ্ববিদ্যালয় সমূহের সাথে কাজ করে সে সমস্ত বিশ্ববিদ্যালয়ের সাথে বাংলাদেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয় সমূহের কোলাবোরেশন প্রতিষ্ঠায় এয়ারবাস কাজ করবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের অ্যাম্বাসেডর মেরী মাসডুপি।