শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • এক মাসে বরগুনায় আট সাংবাদিকের বিরুদ্ধে মামলার নিন্দা

    সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা) প্রতিনিধি

    ১৪ মে, ২০২৪ ০৮:৩৬ পূর্বাহ্ন

    এক মাসে বরগুনায় আট সাংবাদিকের বিরুদ্ধে মামলার নিন্দা

    বিগত এপ্রিল মাসে জেলার আট সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনাল ও পর্নোগ্রাফি আইনে পৃথক চারটি মামলা হওয়ায় বরগুনার আমতলী সাংবাদিক নেতৃবৃন্দ গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছেন।

     

     

    এ ছাড়া পৃথক চার মামলায় আরও চার সাংবাদিককে আসামি করা হয়েছে। একের পর এক সাইবার মামলায় সংবাদকর্মীরা আসামি হওয়ায় হতাশ আমতলীর সাংবাদিকরা। পুলিশ বলছে,সঠিক তদন্তের মাধ্যমে দোষীদেরই আইনের আওতায় আনা হবে।তবে কোনো নিরপরাধ সংবাদকর্মী হয়রানির শিকার হবে না।

     

     

    তথ্য প্রমাণসহ ভিডিও ডকুমেন্টস এর ভিত্তিতে ভিত্তিতে সংবাদ প্রকাশ ও সংবাদ সম্মেলনের লাইভ করায় মামলা হওয়ায় আমতলীর বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বলেন,কেহ সংবাদ সম্মেলন করে তার বক্তব্য প্রদান করেছে সে বক্তব্য লাইভ করা সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব এবং ভিডিও ডকুমেন্টস ও তথ্য প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশ করাও পেশার আওতায় এসব কারনে যদি মামলা হয় তবে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করবে কিভাবে? আমরা আমতলী উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দ সরকার,তথ্য মন্ত্রণালয়,বরগুনা জেলা প্রশাসনকে সাংবাদিকদের নামে দায়েরকৃত মামলার বিষয়ে খোঁজ খবর নিয়ে মামলা প্রত্যাহারের দাবী জানাচ্ছি। 

     

     

    ক্ষোভ ও প্রতিবাদ জানানো সাংবাদিক নেতৃবৃন্দ হলেন,আমতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি খায়রুল বাশার বুলবুল,বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএমএসএস এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাইফুল্লাহ নাসির,আমতলী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ নুহু আলম নবীন,আমতলী সাংবাদিক ইউনিয়নের সভাপতি জসিম সিকদার,সাধারণ সম্পাদক হোসাইন আলী কাজী,আমতলী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু সাঈদ খোকন,সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তপু।আমতলী সাংবাদিক ক্লাবের সভাপতি রাকিবুল হাসান সুমন রশিদ,সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান মিজান,আমতলী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি খান সাইফ উদ দৌলা শাওন,সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র দাস,টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শাহ মোহাম্মদ সুমন রশিদ,সাধারণ সম্পাদক মোঃ সজিব মিয়া ও আমতলী রিপোর্টার্স ফোরাম এর সভাপতি পারভেজ রানা। 

     

     

    উল্লেখ্য,মামলায় আসামি হওয়া সাংবাদিকরা হলেন, জসিম সিকদার দৈনিক যুগান্তর,(স্টাফ রিপোর্টার, আমতলী),তাওহিদুল ইসলাম শুভ (আরটিভি) উপজেলা প্রতিনিধি পাথরঘাট,মোঃ শাহাদাত হোসেন (দৈনিক মানব কন্ঠ) উপজেলা প্রতিনিধি তালতলী, মোঃ নাইম ইসলাম (দৈনিক কালবেলা) উপজেলা প্রতিনিধি তালতলী,জিয়াউল হাসান (দৈনিক আলোকিত প্রতিদিন) উপজেলা প্রতিনিধি পাথরঘাটা,সুমন মোল্লা (মোহনা টিভি) উপজেলা প্রতিনিধি পাথরঘাটা,তারিকুল ইসলাম রাকিব (দৈনিক আজকের পত্রিকা) উপজেলা প্রতিনিধি পাথরঘাটা, আল আমিন ফোরকান (দৈনিক কালবেলা) উপজেলা প্রতিনিধি পাথরঘাটা।

     

     

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১৪ মে, ২০২৪ ০৮:৩৬ পূর্বাহ্ন