খুলনার পাইকগাছার জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির লিঃ এর ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ ভাবে উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শিববাটী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গত সোমবার সকাল ১০ টা থেকে ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে ১ হাজার ৩৪ ভোটারের মধ্যে ৯৬৩ জন ভোটার তাদের ভোটা প্রদান করেন।
ভোটে জিএম শুকুরুজ্জামান আনারস প্রতীকে ৫৪৯ ভোট পেয়ে সভাপতি, সোহেল রাশেদ জনি মটর সাইকেল প্রতীকে ৭১৯ ভোট পেয়ে সহ-সভাপতি, ফজলুর রহমান মাছ প্রতীকে ৫৯২ভোট পেয়ে সাধারণ সম্পাদক, মোশাররফ হোসেন দেয়ালঘড়ি প্রতীকে ৩৭২ ভোট পেয়ে কোষাধ্যক্ষ, সদস্য পদে হাবিবুর রহমান মুছা (মই), আবুল কালাম আজাদ (মোবাইল), সেলিম শাহরিয়া (মোমবাতি), হারুন-অর-রশীদ (কলস), আশরাফুল ইসলাম রাবু (বই), ইউসুফ আলী সরদার (ডাব), মোঃ রিমন শেখ (টেবিল) ও মোঃ নুরু গাজী (কাপপিরিচ) নির্বাচিত হন।
প্রিজাইটিং অফিসার ও উপজেলা সমবায় কর্মকর্তা বেনজীর আহম্মেদ রাত ১০টায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষনা করেন। নির্বাচন পরিচালনা করেন পরিদর্শক জেলা সমবায় অফিস, খুলনা শেখ মারুফুজ্জামান ও আবু সাঈদ।