শিরোনাম
  • সাধারণ রোগী হিসেবে এনআইও-তে চোখের চিকিৎসা নিয়েছেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর অতিরিক্ত রাত জাগলে সাত ক্ষতি আইপিডিআই ফাউন্ডেশন হৃদরোগের চিকিৎসায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে : স্পিকার মহান মে দিবস পালিত শিক্ষকরাই আগামী দিনের স্মার্ট নাগরিক গড়ার কারিগর : শিল্পমন্ত্রী শ্রমিকদের কল্যাণে বিশেষ নজর দিতে শিল্প মালিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহবান মহান মে দিবস আজ সব প্রতিকূলতা মোকাবিলা করে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী জাতীয় ইয়ুথ শুটিংয়ে চ্যাম্পিয়ন বিকেএসপি, রানার্সআপ রাজধানী শুটিং ক্লাব
  • মানিকগঞ্জে রহমতের বৃষ্টি চেয়ে সালাতুল ইসতিসকার 

    মানিকগঞ্জ প্রতিনিধি

    ২৬ এপ্রিল, ২০২৪ ০৭:৫৩ অপরাহ্ন

    মানিকগঞ্জে রহমতের বৃষ্টি চেয়ে সালাতুল ইসতিসকার 

    জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে সৃষ্ট চলমান অসহনীয় গরমে অতিষ্ঠ মানিকগঞ্জের ধর্মপান মুসল্লিরা রহমতের বৃষ্টি প্রার্থনায় সালাতুল ইসতিসকার আদায় করেছেন।

    বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১০ টায় শহরের দাসরা এলাকায় অবস্থিত শহীদ তিতুমীর একাডেমি মাঠ প্রাঙ্গনে বিশেষ এই সালাত আদায় করা হয়। এ সময় রহমতের বৃষ্টি চেয়ে অশ্রু সিক্ত নয়নে মহান রাব্বুল আলামিনের নিকট ফরিয়াদ জানান। 

    এছাড়া শিবালয় উপজেলার  টেপড়া গ্রামের দশচিড়াএলাকায় , নবগ্রাম মাঠ ও তেওতা ঈদগা মাঠ, সদর উপজেলার মিতরা আবু হুরায়রা মাদ্রাসা মাঠে সালাতুল ইসতিসকার আদায় করা হয়।

    তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ধর্মপ্রাণ মুসল্লিগন গণমাধ্যমকে জানান, তীব্র গরমের মানুষ অতিষ্ঠ। ৭০ বছরের ইতিহাসে রোদের এমন প্রখরতা দেখিনি। গরমের আস্ফালন আশঙ্কাজনক পর্যায় দাঁড়িয়েছে। কর্মজীবী মানুষ ঘর থেকে বের হতে পারছে না।আয় রোজগার কমে গেছে। টিউবলের পানি শুকিয়ে যাচ্ছে। রাস্তাঘাট ফসলি জমি ফেটে চৌচির। সর্বত্র বিরাজ করছে স্থবিরতা। এমন পরিস্থিতি থেকে পরিত্রাণের  একমাত্র ভরসা মহান রাব্বুল আলামিনের নিকট সালাতুল ইসতিসকার আদায় করে বৃষ্টি চেয়ে প্রার্থনা করেছি। 

     শহীদ তিতুমীর দারুল আমান জামে মসজিদের খতিব মৌ: জাকিরুল ইসলাম খান বলেন, সালাতুল ইসতিসকার আদায় শেষে বিশেষ মোনাজাতে মহান আল্লাহ তায়ালার নিকট দু'হাত তোলে ফরিয়াদ জানিয়েছি। তিনি রহমতের মালিক। বৃষ্টি দিতেও পারেন।




    সারাদেশ - এর আরো খবর