শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • একজন মেধাবী স্পিকার শিরীন শারমিন চৌধুরী

    নিজস্ব প্রতিবেদক

    ২৮ জানুয়ারী, ২০২২ ০৮:২৪ পূর্বাহ্ন

    একজন মেধাবী স্পিকার শিরীন শারমিন চৌধুরী
    একজন মেধাবী স্পিকার শিরীন শারমিন চৌধুরী

    যদি লক্ষ্য অটুট থাকে স্বপ্ন আর স্বপ্ন থাকে না। এমনইভাবে স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন ড. শিরীন শারমিন চৌধুরী। একজন মেধাবী স্পিকার হিসেবে এখন ব্যাপক সমাদৃত তিনি।

    অসাধারণ মেধাবী ছাত্রী ছিলেন ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি ১৯৮৩ সালে এসএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডে মানবিক বিভাগে প্রথম হয়েছিলেন। ১৯৮৫ সালে এইচএসসি পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় হয়েছিলেন দ্বিতীয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অনার্সে প্রথম শ্রেণিতে প্রথম হয়েছিলেন। মাস্টার্সেও তিনি প্রথম শ্রেণিতে প্রথম হয়েছিলেন। তাঁর অসাধারন একাডেমিক ক্যারিয়ারের জন্য তিনি কমনওয়েলথ স্কলারশিপ লাভ করেন। তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ এসেক্স থেকে ২০০০ সালে পিএইচডি ডিগ্রী অর্জন করেন।

    পিএইচডিতে তাঁর অভিসন্দর্ভ ছিলঃ The Right to Life. Area of Specialization: Constitutional Law and Human Rights.

    তিনি ১৯৯২ সালে বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবি হিসেবে তালিকাভূক্ত হন। ১৯৯৪ সালে সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনে এবং ২০০৮ সালে সুপ্রীম কোর্টের আপীলেট ডিভিশনে তিনি আইনজীবি হিসেবে তালিকাভূক্ত হন।

    তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্র‍্যাক বিশ্ববিদ্যালয় ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগে এবং বিভিন্ন সরকারী- বেসরকারী ট্রেনিং ইন্সটিটিউট সমূহে রিসোর্স পারসন ছিলেন।

    ২০০৩ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ বার কাউন্সিলের মাসিক ল' রিপোর্ট সিরীজ Bangladesh Legal Decesions (BLD) এর সম্পাদকের দায়িত্ব পালন করেন। বিভিন্ন আন্তর্জাতিক ল' জার্নালে তাঁর অনেকগুলো আর্টিকেল প্রকাশিত হয়েছে।

    আর্টিকেল সমূহের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেঃ Role of the Judiciary in the Development of Human Rights, Electoral Rights: Bangladesh Perspective, Practice of Democracy: Importance of Free and Fair Election in Bangladesh, Right to life and its Dimensions, The Least Dangerous Branch and the Power of Judicial Review: Impact on the Development of Fundamental Human Rights, Regional Position Paper on Status of Women in South Asia.

    পাশাপাশি তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত হন। তিনি আওয়ামী লীগের বিভিন্ন উপ কমিটিতে কাজ করেন। ২০০৭ সালে ওয়ান ইলেভেনের সময় তিনি জননেত্রী শেখ হাসিনার মুক্তির লক্ষ্যে গঠিত আইনজীবী প্যানেলের সদস্য হিসেবে কাজ করেন। ২০০৯ সালে তিনি জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তাঁকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিয়োগ করা হয়। ২০১৩ সালে তিনি জাতীয় সংসদের স্পীকার নির্বাচিত হন।

    ২০১৪ সালে ইউনিভার্সিটি অফ এসেক্স ডঃ শিরীন শারমিন চৌধুরীকে তাঁর কর্মক্ষেত্রে অসামান্য সাফল্যের জন্য অনারারী পিএইচডি প্রদান করে। তিনি ২০১৪ সালে কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশনের চেয়ারপারসন নির্বাচিত হন। ২০১৪ সাল থেকে ২০১৭ পর্যন্ত কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশনের  চেয়ারপারসন হিসেবে তিনি ব্যস্ত সময় অতিবাহিত করেন। ২০১৫ সালে কমনওয়েলথ ডে পালন উপলক্ষে লন্ডনের ওয়েস্টমিনিস্টার আবে'তে  রানী এলিজাবেথের উপস্থিতিতে অনুষ্টিত সভায় তিনি সভাপতির ভাষন দেন। তিনি ২০১৫ সালে নাইরোবীতে অনুষ্ঠিত আফ্রিকা অঞ্চলের কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশনের সম্মেলন উদ্বোধন করেন। ২০১৫ সালে নিউইয়র্কে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ার্ল্ড ঊইমেন লীডারশিপ কংগ্রেসে ডঃ শিরীন শারমিন চৌধুরীকে উইমেন লীডারশিপ এচিভমেন্ট এওয়ার্ড প্রদান করা হয়।

    ড. শিরীন শারমিন চৌধুরী নোয়াখালীর চাটখিলের সন্তান। তিনি ১৯৬৬ সালে জন্ম গ্রহন করেন। তাঁর বাবা রফিকুল্লাহ চৌধুরী পঞ্চাশ দশকে জাঁদরেল ছাত্র নেতা ছিলেন। তিনি ১৯৫৭-৫৮ সালে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সভাপতি ছিলেন। ১৯৬১ সালে তিনি সিএসপি অফিসার হিসেবে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগদান করেন। ১৯৭২ সালে তিনি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত সচিব ছিলেন। ড. শিরীন শারমিন চৌধুরীর মা অধ্যাপক নাইয়ার সুলতানা পাবলিক সার্ভিস কমিশনের সদস্য ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বোটানিতে ১৯৬৪ সালে মাস্টার্স পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম হয়েছিলেন।

    ড. শিরীন শারমিন চৌধুরী ১৯৯১ সালে ফার্মাসিস্ট সৈয়দ ইশতিয়াক হোসেনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁদের এক কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে।

    ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশের প্রথম মহিলা স্পীকার হিসেবে ইতিহাসে স্থান করে নিয়েছেন। তিনি নবম জাতীয় সংসদের স্পিকারসহ বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী স্পিকার হিসেবে ৩০ এপ্রিল, ২০১৩ তারিখে নির্বাচিত হন। ৪৬ বছর বয়সে তিনি সর্বকনিষ্ঠ স্পিকাররূপে সাবেক স্পিকার ও বর্তমান রাষ্ট্রপতি এডভোকেট আব্দুল হামিদের স্থলাভিষিক্ত হন। এরপূর্বে তিনি বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন, ২০১৮ এ তিনি সংসদ সদস্য নির্বাচিত হোন এবং ২০১৯ সালের ৩ জানুয়ারী পুনরায় জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

    বাংলাদেশে নারীর ক্ষমতায়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি যেভাবে দক্ষতার সাথে গত আট বছর যাবত জাতীয় সংসদের কার্যক্রম চালাচ্ছেন তা' আমাদের দেশের নারীদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

     




    সাফল্য - এর আরো খবর

    সংবর্ধিত হলেন বিশ্বজয়ী হাফেজ মুয়াজ মাহমুদ

    সংবর্ধিত হলেন বিশ্বজয়ী হাফেজ মুয়াজ মাহমুদ

    ২৮ জানুয়ারী, ২০২২ ০৮:২৪ পূর্বাহ্ন

    ৫৬ বছর বয়সে এইচএসসি পাস করেছেন আব্দুল হান্নান 

    ৫৬ বছর বয়সে এইচএসসি পাস করেছেন আব্দুল হান্নান 

    ২৮ জানুয়ারী, ২০২২ ০৮:২৪ পূর্বাহ্ন

    কারাগারে থেকে নোবেল শান্তি পুরস্কার পান যারা

    কারাগারে থেকে নোবেল শান্তি পুরস্কার পান যারা

    ২৮ জানুয়ারী, ২০২২ ০৮:২৪ পূর্বাহ্ন

    এআইপি পেয়ে অভিভূত সম্মাননাপ্রাপ্ত ২২জন

    এআইপি পেয়ে অভিভূত সম্মাননাপ্রাপ্ত ২২জন

    ২৮ জানুয়ারী, ২০২২ ০৮:২৪ পূর্বাহ্ন

    কৃষিক্ষেত্রে ২২ জন এআইপি সম্মাননা পাচ্ছেন

    কৃষিক্ষেত্রে ২২ জন এআইপি সম্মাননা পাচ্ছেন

    ২৮ জানুয়ারী, ২০২২ ০৮:২৪ পূর্বাহ্ন