কারিগরি শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) ড. মো. ওমর ফারুক যোগদান করেছেন। গত ২৫ জানুয়ারি তিনি শিক্ষামন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে যোগদান পত্র জমা দেন। এসময় তাকে ফুল দিয়ে শুচ্ছো জানান,বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
এর আগে গত ২৫ জানুয়ারি এক অফিস আদেশে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (অডিট ও আইন) ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়।